বড় পর্দায় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই অন্য রকম উন্মাদনা। বড়পর্দার পাশাপাশি সৃজিত সম্প্রতি পা রেখেছেন ওয়েবের দুনিয়াতেও। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘রে’। সত্যজিত্ রায়ের জন্মশতবর্ষে জাতীয় স্তরে মুক্তিপ্রাপ্ত ‘রে’ যেন সত্যজিতের প্রতি সৃজিতের শ্রদ্ধাঞ্জলি. সিরিজে মোট চারটে গল্প দেখানো হয়েছে যার মধ্যে দুটি গল্পের পরিচালক সৃজিত. ইতিমধ্যেই সকলের প্রশংসাও পাচ্ছে সৃজিতের ‘রে’।
‘রে’-এর পর আরও নতুন প্রোজেক্ট নিয়েও রেডি সৃজিত মুখোপাধ্যায়।তাঁর নতুন ছবির ঘোষণাও হয়েছে সম্প্রতি. নতুন ব্যস্ততায় জড়িয়ে পড়ার আগে কলকাতা টিভির সঙ্গে কথা বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
কয়েক দিন আগেই সামনে এসেছে তাঁর নতুন ছবি ‘এক্স= প্রেমে’র প্রথম পোস্টার. ‘এক্স= প্রেম’ প্রসঙ্গে সৃজিত জানালেন, “এই ছবিতে নতুন মুখ নিয়ে কাজ করছি, কারণ এই ছবি নতুন প্রজন্মের প্রেমের গল্প বলবে, কলেজ রোম্যান্স দেখানো হবে ছবিতে”।
বলিউডের পরিচালক রাহুল ঢোলাকিয়া নিজস্ব ব্যস্ততার জন্য ‘সাব্বাস মিঠু’-র পরিচালনার কাজ ছাড়ার পর সে দায়িত্ব এখন সৃজিতের কাঁধে। ব্যক্তিগতভাবে সৃজিত ক্রিকেট বাফ্।‘সাব্বাস মিঠু’ নিয়ে তাঁর কী ভাবনা রয়েছে? চিত্রনাট্য বা ছবিতে কি কোন পরিবর্তন থাকছে? শ্যুটিং শুরু হবে কবে থেকে?
সৃজিত জানালেন, এখনও কথাবার্তা চলছে ,কবে থেকে শ্যুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি, প্রিপ্রোডাকশনের কাজ চলছে আপাতত. ‘সাব্বাস মিঠু’তে নিজের পছন্দ মতো বিষয় প্রসঙ্গে সৃজিতের বক্তব্য, তিনি সত্যিই ক্রিকেটের পোকা, তাই এই ছবি নিয়ে তাঁর উত্তেজনা অনেক বেশি। ছবিতে মনপ্রাণ ঢেলে কাজ করবেন তিনি। আসলে সব ছবিতেই মন দিয়ে কাজ করেন তিনি, তবে ‘সাব্বাস মিঠু’তে একটু বেশিই মন দিয়ে কাজ করবেন, কথা দিলেন সৃজিত।
ছবিতে ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে।তাপসীর সঙ্গে কাজের প্রসঙ্গে সৃজিতের মত, ” অভিনেত্রী হিসেবে তো খুব ভালো তাপসী, ভালো কাজ আশা করছি”।
বাংলা ছবি ‘এক্স= প্রেম’ও কিন্তু অন্যরকম গল্প. ছবিতে রয়েছেন অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস. ছবির কাহিনিতে প্রেম, বিরহ, রোম্যান্টিক ফ্লেভার নিয়ে সৃজিতের স্পেশাল টাচ তো থাকছেই সঙ্গে থাকছে বিজ্ঞানের এবং অংকের কারিকুরিওI সৃজিত জানান , ” এই ছবি আমার অন্য ছবির থেকে একদম আলাদা হবে নতুন ধরনের ছবি পাবেন দর্শক।”
ইতিমধ্যেই ছবির পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন সৃজিত , দর্শকদের মধ্যে ছবির পোস্টার দেখে উৎসাহও তৈরি হয়েছে ।
আগামী জুলাই থেকেই শুরু হবে ‘এক্স= প্রেমে’র শ্যুট। কলেজ রোমান্স-এর গল্প তাই কলকাতা শহরেই ছবির শ্যুট পরিকল্পনা করা হয়েছে।
সৃজিতের সব ছবিতেই গানের একটা বিশেষ ভূমিকা আছে. পরিচালক জানান, “এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সপ্তক সানাই দাস।”
লকডাউনের সময় ওটিটি- র রমরমা বাজার. ওটিটি-র জনপ্রিয়তা ভবিষ্যতে কি সিনেমা হলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তরে পরিচালক জানান, ” ওটিটি আর সিনেমা হল একসঙ্গে চলতেই পারে, এবং আমার ধারনা চলবেও। আমার মনে হয় গল্প ঠিক তার মাধ্যম খুঁজে নেবে। অর্থাৎ পরিচালক প্রযোজকরা তাঁদের গল্প বলার মাধ্যম খুঁজে নেবেন।”
এমনিতেই সকলে জানেন সৃজিত সিনেমার বাইরে কিছু বোঝেন না.তবে করোনা কালেও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যে কেবল ছবি নিয়েই ব্যস্ত থাকছেন, এমনটা কিন্তু নয়. কোভিড এর দ্বিতীয় ঢেউ এর সময় মানুষকে সোশ্যাল মিডিয়ায় সাহায্য করেছেন তিনি. তাঁর মতে, ” আসলে এই মহামারি একটা বিশ্বযুদ্ধের আকার নিয়েছিল, তাই এই দুঃসময়ে কিছু সাহায্য করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত সৃজিত।
সিনেমার পাশে সৃজিত সব সময়েই আছেন. করোনা কালে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েও নতুন গল্প তৈরি করেছেন তিনি। আসলে যে মানুষটার জীবনের মূলমন্ত্রই গল্প বলা, তিনিই তো এমনটা করতে পারেন।
কলকাতা টিভির তরফ থেকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামীর জন্য রইল একরাশ শুভেচ্ছা।