দুর্গাপুজো কাটতেনা কাটতেই সিনেমায় দুর্গাপুজোর আমেজ ফিরে আসছে পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘একান্নবর্তী’। এই ছবিতে একটি একান্নবর্তী পরিবারের বড় মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌরসেনী মিত্রকে। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে নিজের জীবনের নানা কথা জানালেন কলকাতা টিভির দর্শকদের জন্য।
একান্নবর্তী বলতে সৌরসেনীর কাছে একটাই কথা মনে করেন , “ওয়ান ফর অল, অল ফর ওয়ান, আমি নিজে যখন বড় হয়েছি তখন একান্নবর্তী পরিবারে থাকলেও পরবর্তী সময়ে সেটা আর ছিলোনা, তবেআমরা সবাই কাছাকাছি থাকি, তবে আমি আমার মামার বাড়িতে দেখেছি একান্নবর্তী পরিবার কাকে বলে। আমার বাড়ির উল্টোদিকে দিদারা থাকতেন তাই যখন তখন পৌঁছে যেতাম। মায়ের কাছে গল্প শুনেছি মায়ের ছোটবেলায় পঞ্চাশ জন একসঙ্গে এক বাড়িতে থাকতেন। একসঙ্গে খেতে বসতেন। আমি নিজেকে খুব ভাগ্যবাতী মনে করি, কারণ আমি দাদু দিদার সঙ্গেই বেশি সময় কাটিয়েছি। মামা, কাকা দাদা দিদি, ঠাকুমার মধ্যেই বড় হয়েছি।ছোটবেলায় রাজারানী, নন্টেফন্টের কাহিনি শুনেছি, অনেক সময় দাদু নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা বলতেন। একটা কথা বলতেই হয় নতুন প্রজন্ম এই বিষয় গুলো সত্যিই মিস করে, রাতের ঘুমোনোর আগে গল্প শোনা, আকাশে তারা চেনানো এগুলো দাদু দিদারাই শেখাতেন।”
একান্নবর্তীর যে চরিত্র করছেন তার নাম শীলা, কথা প্রসঙ্গে সৌরসেনী জানালেন, এই চরিত্রটি একদম আলাদা অনেক পরিণত। নিজের সমস্যার সঙ্গে সঙ্গে পরিবারের অন্যদের সমস্যারও সমাধান করে। চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ পেয়েছেন।পুজোর পর এই ছবি মুক্তির কারণ হিসেবে অভিনেত্রী জানালেন দুর্গাপুজোর পর সেই পুজোকে সকলে মিস করে তাই এই ছবি পুজোর পর রিলিজ করছে।
অভিনেত্রী সৌরসেনী বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নের উত্তরে জানালেন, সৌরসেনীর খুব মন খারাপ হলে তার ওষুধ হল তাঁর মায়ের হাতের রান্না, বিশেষ একটা স্যুপ। ওটা গেলেই মন ভালো হয়ে যায়।
কার সঙ্গে সৌরসেনীর সবসময়ই তর্ক চলে, সব থেকে বড় ক্রিটিক কে জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই আমার মা, এই সাক্ষাৎকার দেওয়ার আগেও সেটাই চলছিল, এখন কিছুটা বিরতি, তবে মাই আমার সবথেকে বেশী খেয়ালও রাখেন, শুধুমাত্র ফোন করে মা খবর নেয় আমি খেয়েছি কিনা খাইনি । “
খুব অল্প সময়ের মধ্যেই সৌরসেনী বাংলা অভিনয় জগতে নিজের পরিচিতি করতে পেরেছেন, তার জন্য তিনি গোটা ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানান, কারণ এতো ধরণের কাজ তিনি পেয়েছেন সেটা খুব কম অভিনেতা পান, ইন্ডাস্ট্রি থেকে দর্শকদের এতো ভালোবাসা পেয়েছেন, যে তাঁর দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। আরও ভাল চরিত্র করতে চান তিনি। একজন অভিনেত্রী হিসেবে সব ধরণের চরিত্র করতে চান টলিউড বলিউডের গুনি পরিচালকদের সঙ্গে কাজ করতে ইচ্ছে প্রকাশ করেন। অভিনয়ের জন্য যেকোন ধরণের সাহসী চরিত্র করতে তিনি রাজি, চিত্রনাট্য প্রয়োজন অনুযায়ী যতোটা দরকার ।
টলিউডের সঙ্গে বলিউডেও কাজ শুরু করেছেন তিনি, কিছুদিন আগেই একটি জাতীয় ওটিটি মাধ্যমেও প্রকাশ হয়েছে এক থি বেগম ‘, খুব শীঘ্রই মুক্তি পাবে আরও একটি হিন্দি সিরিজ, শ্যুট শুরু হতে চলেছে পরিচালক ভিক্টর মুখোপাধ্যায়ের নতুন একটি সিরিজের, তবে এই বিষয়ে মুখে কুলুপ এটেছেন নায়িকা । আগামী ডিসেম্বরই শুরু করছেন তাঁর আগামী ছবির শ্যুটিংয়ের কাজ, তবে এখনই এই নিয়ে কিছুই বলতে মানা আছে।
অন্যদিকে একান্নবর্তী ছবির শ্যুটিংয়ের গল্প বলতে গিয়ে তিনি বলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন তিনি তবে অপরাজিতা ম্যাম থেকে অপা পিপি হয়ে ওঠার জন্য অপা পিপির মিষ্টি ব্যবহারই প্রধান কারণ।
সবশেষে তিনি বলেন, দর্শকদের ভালোবাসা যেন এই ছবিতেও তিনি পান, এমনই আশা করেন। হলে গিয়ে দর্শকরা বাংলা ছবি দেখলে তবেই নতুন নতুন আরও কাজ আসবে বড় পর্দায়। তাই দর্শকদের কাছে তাঁর আবেদন হলে গিয়ে ছবি দেখুন।