‘রামলীলা’,’বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবত’-এর পর, সঞ্জয় লীলা বানশালির পরের ছবি ‘বৈজু বাওরা’-তে ফের একবার দেখা যাবে রণভীর সিং-দীপিকা পাডুকোন জুটিকে,এমনটা নিশ্চিৎই ছিল এতদিন।নতুন ছবির জন্য অনেক আগেই দীপ্পিকে বেছেছিলেন এসএলবি।কার্তিক আরিয়ান,রণবীর কাপুরকে সরিয়ে পরিচালকের প্রথম পছন্দ হিসেবে ছবিতে যে রণভীর সিং জায়গা করে নিয়েছেন এমনটাও জানা গিয়েছে কিছুদিন আগেই।কিন্তু ‘বৈজু বাওরা’ নিয়ে সদ্যই মিলেছে অন্যরকম আপডেট।
আরও পড়ুন – ওয়েব সিরিজে ইতিহাসের গল্প
শোনা যাচ্ছে, ছবিতে নাকি কাজ করছেন না দীপিকা পাডুকোন।রূপোলি পর্দার রানি পদ্মাবতীকে দারুণ পছন্দ করেন এসএলবি।তার অন্যতম প্রিয় পরিচালক যে সঞ্জয়ই তা সবসময় খোলাখুলি স্বীকার করেন দীপিকাও।তবে ‘বৈজু বাওরা’ থেকে কেন সরে গেলেন দীপিকা? সূত্রের খবর অনুযায়ী,ছবিতে নাকি অন্য কলাকুশলীদের চেয়ে অনেকটাই বেশি পারিশ্রমিক পাচ্ছেন রণভীর সিং।অভিনেত্রী হিসেবে তিনি মোটেও সাধারণ নন,তাই স্বামীর সমপরিমাণ পারিশ্রমিক দাবি করেছেন দীপিকাও।রণভীরের থেকে এক টাকা বেশিও না,এক টাকা কমও না।
আরও পড়ুন – আপাতত জেলেই রাজ কুন্দ্রা
শোনা যাচ্ছে,প্রিয় অভিনেত্রীর এই প্রস্তাবে নাকি রাজি হননি সঞ্জয় লীলা বানশালি।সেই কারণেই ‘বৈজু বাওরা’-তে কাজ করা হচ্ছে না দীপিকার।তবে এখনই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।’বৈজু বাওরা’ থেকে দীপিকার বাদ পড়ার জল্পনা শুনে পাড়ার অনেকেই বলছেন,যথেষ্ঠ হয়েছে,একটানা ৪টে ছবিতে রণভীর এবং দীপিকাকে লিড রোলে কাস্ট করেছেন সঞ্জয় লীলা বানশালি।এবার অন্য কেউ সুযোগ পাক।অবশেষে ‘বৈজু বাওরা’-তে রণভীরের নায়িকার ভূমিকায় কে কাজ করেন এখন সেটাই দেখার।
আরও পড়ুন – হাত বাড়ালেন সলমন