গত সপ্তাহেই বড়পর্দায় হইহই করে মুক্তি পেয়ে গিয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘বেল বটম’।ছবির বক্সঅফিস কালেকশন হাসি ফোটাচ্ছে হল মালিকদের মুখে।পাশাপাশি দর্শকরাও দারুণ পছন্দ করছেন অ্যাকশনে ভরপুর এই স্পাই থ্রিলার ফিল্ম।নতুন যে খবর মিলেছে তা অক্ষয় ভক্তদের মুখে হাসি ফোটাবে তা বলাই বাহুল্য কারণ,’বেল বটম’-এর সাফল্যের পর অ্যাকশন প্যাক্ট এই ছবির সিক্যুয়েল নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু দিয়েছেন ছবির নির্মাতারা।এমনটাই জানিয়েছেন ছবির দুই লেখক,অসীম অরোরা এবং পারভেজ সেখ।তাঁরা সাফ জানিয়েছেন ‘বেল বটম’-এর ফ্র্যাঞ্চাইজি তৈরি হোক,প্রতিবছর সিরিজের একের পর এক ছবি মুক্তি পাক,এমনটাই চাইছেন সুপারস্টার অক্ষয় কুমার।
আরও পড়ুন – ‘দেখতেই হবে বেলবটম’
লকডাউনের পর বড়পর্দায় মুক্তিপ্রাপ্ত প্রথম বিগবাজেট ছবির তকমা জিতে নিয়েছে পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’।দীর্ঘদিন পর হলের বাইরে হাউসফুল বোর্ড ঝুলিয়েছে এই ছবিই।ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন বাণী কাপুর,লারা দত্তা, হুমা খুরেশি সহ একঝাঁক তারকা।ইতিমধ্যেই ছবির বক্সঅফিস কালেকশন প্রায় ৩০কোটির কাছাকাছি।করোনা কালে ‘বেল বটম’-এর এই সাফল্যেই রীতিমতো উল্লাসিত প্রযোজকরা।খুব শীঘ্রই ওটিটিতেও ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে।‘বেল বটম’-এর সিক্যুয়েল নিয়ে এরপর আর কি খবর প্রকাশ্যে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।
আরও পড়ুন – ‘বেলবটম’-এর হাত ধরেই শাপমুক্তি?