কবীর সিংয়ের দুর্দান্ত সাফল্যের পর পেরিয়ে গিয়েছে দুইবছরেরও বেশি সময়।অবশেষে ২০২১এর শেষ দিনে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুরের নতুন ছবি ‘জার্সি’।মুক্তির আগে ছবি নিয়ে রীতিমতো আশাবাদী অভিনেতা।চুটিয়ে সারছেন প্রচারও।তবে একসময় অনেকেই নাকি শাহিদকে বারণ করেছিলেন ছবিতে কাজ করতে।‘জার্সি’-র প্রচারে এসে সেই অজানা গল্পই শোনালেন শাহিদ কাপুর।২০১৯সালে বক্সঅফিসে দারুণ ফল করেছিল কবীর সিং।শাহিদের মতে এই ছবি তার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন।‘কবীর সিং’য়ের সাফল্যের পরই দক্ষিণী তারকা নানি অভিনীত এই ছবির হিন্দি রিমেকে শাহিদকে কাজের প্রস্তাব দেন পরিচালক গৌতম তিন্নানুরি।তখন অনেক অনেকেই অভিনেতাকে উপদেশ দিয়েছিলেন,পরপর দুটি দক্ষিণী ছবির রিমেকে কাজ না করতে। সবার কথা শুনে কিংকর্তব্যবিমুঢ় হয়ে গিয়েছিলেন তিনি।
কিন্তু তার কিছুদিন আগেই নানি-র দক্ষিণী জার্সি দেখে ফেলেছিলেন শাহিদ কাপুর।অভিনেতার মতে,জার্সির গল্পে এমন একটা বিষয় ছিল যেটা তার মন জয় করেছিল।ছবি দেখার পর শাহিদের মনে হয়েছিল এই চরিত্রে অভিনয় করতে পারলে তবেই অভিনেতা জীবন সার্থক।কারোর কোন কথায় কান না দিয়ে ‘জার্সি’-র হিন্দি রিমেকে কাজ করতে রাজি হয়ে যান তিনি।
দক্ষিণী ‘জার্সি’- মুখ্য অভিনেতা নানির অভিনয়ের প্রশংসা করেও শাহিদ বলছেন,হিন্দি ‘জার্সি’ তে তিনি মোটেও নানির অভিনয় দেখে প্রভাবিত হননি।বরং সম্পূর্ণ নিজের মতো করে অভিনয় করার চেষ্টা করেছেন।