অনেক হলো রোগভোগ! করোনার আঁধার কাটিয়ে এবার উঠে দাঁড়াতেই হবে। যদিও এখনও সংক্রমণের তৃতীয় ঢেউ আসা বাকি তাহলেও সুরে সুরে বাকি বছরটা ভরিয়ে দিতে তৈরি ইরোজ্ নাও। ছবি এবং ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি এবার বাজারে জোর কদমে এসে গেল ইরোজ্ মিউজিক।
গোটা বছরটা জুড়ে ১০০ টি সিঙ্গল প্রকাশ করবে ইরোজ মিউজিক। তালিকায় রয়েছেন মোহিত চৌহান, নীতি মোহন, রশিদ খান, নোরান সিস্টার্সের মতো শিল্পীরা। মেনস্ট্রিম গানের পাশাপাশি থাকবে ভক্তিমূলক গান, হিলিং মিউজিক সহ বিভিন্ন প্রকার গান।
হিন্দির পাশাপাশি পঞ্জাবি মিউজিকের সিঙ্গলও বের করতে চায় ইরোজ্। সেই ব্যাপারে জনপ্রিয় পঞ্জাবি গায়কদের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে সংস্থাটি। গান শুনতে যারা সত্যি আগ্রহী তাদের ইচ্ছে পূরণ করবে ইরোজ্ মিউজিক। তাদের দাবি, তাঁদের মিউজিক ভিডিওয়ে গান গাইবেন নতুন এবং পুরোন দু শ্রেনির শিল্পীরাই ।
ভারতীয় শ্রোতাদের কাছে ইরোজ্ মিউজিকের যথেষ্ট জনপ্রিয়তা আছে। ২৮ মিলিয়ন শ্রোতা এমনিতেই তাদের ব্যানারের মিউজিক শোনেন। গানের বৈচিত্র্য আনলে আরও অনেকেই যে ইরোজ্-এর গান শুনবেন তা নিয়ে একমত সংস্থার বিপনন বিভাগ। এতে ব্যবসাও বাড়বে তাদের। অবশ্য শুধু ভারতেই কেন বিশ্ব জুড়েই ব্যবসা করে ইরোজ্ মিউজিক। সিনেমার পর এবার গানের বাজার ঢেলে সাজালে তাদের ব্যবসা যে রীতিমতো ডানাপালা মেলবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।