ওয়েব ডেস্ক: ছোট পর্দার যুগান্তকারী হিন্দি ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি'(Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) আবার নতুন করে ফিরে আসছে। জনপ্রিয় প্রযোজক একতা কাপুর(Ekta Kapoor) আনুষ্ঠানিক ঘোষণা করে এ খবর জানিয়েছেন। একতা কাপুরকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার পিছনে এই ধারাবাহিকের অবদান যথেষ্ট। জনপ্রিয় এই ধারাবাহিক টানা আট বছর ধরে চলেছিল।
প্রসঙ্গত,এই ধারাবাহিক যখন প্রথম সিজন হয়েছিল তখন ২০০০ এপিসোড হওয়ার কথা ছিল। কিন্তু ১৫০ এপিসোড বাকি থাকতে এই ধারাবাহিক বন্ধ হয়েছিল।খুব স্বাভাবিক কারণেই এই ধারাবাহিক নিদর্শকদের যথেষ্ট কৌতূহল ছিল। তাই নতুন পর্ব ১৫০ এপিসোডের হবে বলে একতা জানিয়েছেন। ছোটপর্দার যথেষ্ট জনপ্রিয় এই ধারাবাহিকে পুরনো চরিত্রেই ধরা দেবেন স্মৃতি ও অমর।
অনেকেই বলছেন, রাজনীতিবিদ আসছেন বিনোদনে। অর্থাৎ স্মৃতি ইরানি(Smriti Irani)। তিনি এখন রাজনীতিবিদ এবং প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত। তাই তুলসী(Tulsi) চরিত্রে ফিরে আসতে হলে তাকে নতুন করে আবার যথেষ্ট পরিশ্রম করতে হবে।
শোয়ের অন্যতম আইকনিক দৃশ্য ছিল, তুলসি বাড়ির বিভিন্ন ঘরে ঘুরে পরিবারের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন। জানা যাচ্ছে, নতুন সংস্করণের ক্ষেত্রেও সেই দৃশ্যটি শ্যুট করা হবে এবং প্রথম পর্বের সেই বিখ্যাত গানটিও আবার শোনা যাবে।
কিন্তু কবে আসতে চলেছে নতুন ‘কিউ কি সাস ভি কভি বহু থি’! জানা যাচ্ছে এবছর জুন মাসে নির্ধারিত সময় ঘোষণা করা হবে। যদিও একটা কাপুরের টিমের পক্ষ থেকে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
একতা তার নিজস্ব বাচ্চভঙ্গিতে জানিয়েছেন, নতুন এই সিজনে রাজনীতি ও ডুকছে বিনোদনের ক্যানভাসে। অর্থাৎ বিনোদনের মধ্যে রাজনীতির ছোঁয়া। রাজনীতিবিদকে বিনোদনের জগতে নিয়ে আসা হচ্ছে। একতার এই কথায় যথেষ্ট ইঙ্গিত রয়েছে তুলসী বিরানী হয়ে ফিরছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।