দর্শকদের চাহিদায় এবার একেন বাবু আসছেন বড় পর্দায়। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় একেন বাবুর কান্ডকারখানা এবার সিনেমার পর্দায় আসতে চলেছে। এই খবর শুনে বেজায় খুশি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তিনি আপ্লুত, এবং এর সঙ্গে তার দায়িত্ব কিছুটা বেড়ে গেল।মজার এই গোয়েন্দা এবার বড় পর্দায় রহস্য সমাধান করবে।
প্রসঙ্গত খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে গোয়েন্দা একেন বাবু ।প্রযোজক সংস্থা থেকে ঘোষণা করা হয়েছে একেনবাবুর ওয়েবে সাফল্য পর এবার পরের ধাপে বড় পর্দার জন্য তৈরি হতে চলেছে, ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে জানানো হয় খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিংয়ের কাজ। ছবির নাম ‘দ্যা একেন’।
একজন সাধারণ অথচ জিনিয়াস বাঙালি ডিটেকটিভ কীভাবে রহস্য সমাধান করেন ।ছবির মিউজিকের দায়িত্ত্বে রয়েছেন জয় সরকার। গল্প লিখেছেন সুজন দাশগুপ্ত, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। আগামী বছরে এই ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে।