আবার তিনি আসিয়াছেন ফিরিয়া। পাঁচ নম্বর সিজন নিয়ে ওয়েবে হাজির হচ্ছে ‘একেনবাবু’। এবার রবি ঠাকুরের শান্তিনিকেতনে রহস্য উন্মোচন করতে চলেছেন তিনি। মুক্তি পেল একেনবাবুর ট্রেলার। মুখ্য ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। গোয়ন্দাগিরির একেবারে চিরাচরিত ফর্মুলা মেনে কী করে খুনের রহস্যের সংকেত মোচন করলেন গোয়েন্দা একেন্দ্র সেন? জানতে চোখ রাখতে হবে ওয়েব প্ল্যাটফর্মে, স্ট্রিমিং শুরু ৮ অক্টোবর!
দেখে নিন ট্রেলার –
আরও পড়ুন : ‘বন্দে মাতরম্’