আবার মাদক মামলায় জড়ালো বড় পর্দার বেশকিছু তারকা’র নাম। এই সমস্ত তারকাদের মাদক মামলায় তলব করেছে ইডি। দক্ষিণী ছবির একাধিক জনপ্রিয় এই সমস্ত তারকাদের মধ্যে রয়েছেন রাকুল প্রীত সিং,রানা দুগ্গুবতি, রবি তেজা,পুরী জগন্নাধ ও অন্যান্যরা। ইডির তালিকায় অভিনেতা,অভিনেত্রী ও পরিচালক মিলিয়ে রয়েছে এমনই ১২ জন তারকার নাম।এদের মধ্যে রাকুল প্রীত সহ বেশ কয়েকজন বলিউডেও খুব পরিচিত মুখ।
আরও পড়ুন: রাকুলে মজেছে অক্ষয়ের মন
একটি প্রতিবেদন অনুযায়ী রকুল প্রীত সিংকে তলব করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর এবং রানা দুগ্গবতিকে তলব করা হয়েছে ৮ সেপ্টেম্বর। পরিচালক পুরী জগন্নাথকে হাজির হতে বলা হয়েছে ৩১ অগস্ট। অমিতাভ বচ্চন অভিনীত ‘বুড্ডা হগা তেরা বাপ’ ছবিটি পরিচালনা করেছিলেন পুরী জগন্নাধ।
২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লক্ষ টাকা মূল্যের মাদক আটক করা হয়েছিল। এরপরই হায়দ্রাবাদের এক্সাইজ ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। একটি মামলায় মানি লন্ডারিং এর বিষয়ে তদন্ত শুরু করে ইডি। চার বছরের এই পুরোনো মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ এর জন্যই রাকুল থেকে শুরু করে সমস্ত তারকাদের তলব করা হয়েছে। যদিও এনফর্সমেন্ট দিরেক্টরাতে পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত কোন প্রমাণ না থাকায় শুধুমাত্র সাক্ষী হিসেবে এই তারকাদের ডাকা হয়েছে। সূত্রের খবর এই মামলায় মোট ৬২ জনকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে। যদিও কোনো তারকার নামে এখনো পর্যন্ত চার্জশিট গঠন করা হয়নি বলে সূত্রের খবর।