শোনা যাচ্ছে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিবাহ বিচ্ছেদ আসন্ন। দক্ষিণী অভিনেতা স্বামী নাগা চৈতন্যর কাছ থেকে তিনি ডিভোর্স নিচ্ছেন। সে খবরকেও পিছনে ফেলে সামান্হাকে নিয়ে নতুন খবর সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। ছবি ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সামান্থার প্রায় ১৮ মিলিয়ন ফলোয়ার। প্রায়ই নিজের ছবি ও ভিডিও ও অন্যান্য বিষয় শেয়ার করে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পন্যের বিজ্ঞাপনেও তাকে দেখা যায়। প্রতিটি স্পনসর্ড পোষ্টের জন্য লক্ষ লক্ষ টাকা তিনি পারিশ্রমিক পান। অন্যদিকে অনেক নামিদামি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রচার এর জন্য সামান্হাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতেও রাজি থাকেন।। এছাড়াও নিজের ক্লোথিং লেবেল ‘সাকি’ব প্রচার করে থাকেন এই অভিনেত্রী। যা থেকে বেশ মোটা অংকের টাকা পান তিনি।এছাড়াও অভিনেত্রী মাঝেমাঝেই জিমে শারীরিক কসরতের নানান ছবি পোস্ট করে থাকেন। কিভাবে তিনি অর্গানিক খাবার খেয়ে নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখেন তার টিপসও সোশ্যাল মিডিয়ায় তিনি দিয়ে থাকেন।
এই মুহূর্তে দক্ষিণী ছবি ‘শকুন্তলাম’ এর শ্যুটিং করতে ব্যস্ত সামান্থা। এছাড়াও আরও দুটি দক্ষিণী ছবিতে দেখা যাবে ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রীকে।