সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিটি পোস্টের নিচে প্রাক্তন মিস ইউনিভার্স তথা বলিউড অভিনেত্রী ‘দুগ্গা দুগ্গা’ লেখেন। ২৭ বছর আগে ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন তিনি। তারপর বলিউডের অভিনেত্রী হিসেবে তিনি প্রতিষ্ঠিত। আগাগোড়াই তিনি নিজের মতন করে জীবন বেছে নিয়েছেন।
আরও পড়ুন: সপ্তমীর সকালে আবেগে কেঁদে ফেললেন
অনেকের কাছেই তিনি আইকন কিংবা আইডল। তার ব্যক্তির জীবন যেমন অনেককেই আকৃষ্ট করে তেমনি সোশ্যাল মিডিয়া অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা অজস্র। দুর্গাপুজোর মধ্যেই অভিনেত্রী কেন প্রায় প্রতিটি পোস্টের নিচে ‘দুগ্গা দুগ্গা’ লেখেন তা রিভিল করেছেন। পুজোর শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী সুস্মিতা সেন লিখেছেন,”শুভ দূর্গা অষ্টমীর শুভেচ্ছা জানাই সকলকে, সমস্ত ভালোবাসার মানুষকেও। কথায় কথায় আমি ‘দুগ্গা দুগ্গা’ বলে থাকি।
রেনে
এই কথাটা বলার মানে আমার হৃদয়ে মা-দুর্গার সমস্ত শক্তি একত্রিত করা, ভয়কে দূর করা। যেকোনো পরিস্থিতির সঙ্গে কিংবা অশুভ শক্তির সঙ্গে লড়াই করার সাহস যোগায় ‘দুগ্গা দুগ্গা’ কথাটি।”
২০০০ সালে রেনে সেনকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। একা হাতেই তাকে বড় করে তুলেছেন অভিনেত্রী। শৈশব থেকে রেনে সুস্মিতাকে মা বলে চিনেছেন। নেটিজেনরা তার জন্মদাত্রী মায়ের সম্পর্কে প্রশ্ন করতেই স্পষ্ট উত্তর দিয়ে দেন ‘আমার জন্ম হয়েছে আমার মায়ের মনে। আমার কাছে এটাই সত্যি’। রেনের কাছে ‘শক্তিময়ী দুগ্গামা’ আসলে সুস্মিতা।