ছোট পর্দার গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী সোনামনি সাহা। ছবির নাম ‘বেহায়া’। এখানেও তার সঙ্গী প্রতীক সেন। ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পরেই প্রযোজক রানা সরকার ঘোষণা করেন তিনি আপাতত এই ছবি স্থগিত রাখতে চান। যা নিয়ে প্রযোজকের বিরুদ্ধে তৈরি হয়েছে ঘর বিতর্ক। প্রযোজক রানার বিরুদ্ধে ভেন্ডার অ্যাসোসিয়েশনের অভিযোগ প্রায় কোটি টাকা বকেয়া রয়েছে। কাজেই স্বাভাবিক কারণেই শুটিং এর প্রয়োজনীয় প্রপস সরবরাহ করতে তারা নারাজ। যার ফলে ক্যারিয়ারের প্রথম ছবিতেই ধাক্কা খেলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি। যদিও অভিনেত্রী মুখে বলেছেন, ‘বড় কাজ শুরু হওয়ার আগে এমন সমস্যা হতেই পারে। এর জন্য আমি কোনভাবেই ভেঙে পড়িনি’। প্রতিযোগ রানা জানিয়েছেন,’ইন্ডাস্ট্রিতে ভেন্ডার এর অভাব নেই, যারা প্রয়োজনমতো সব ধরনের জিনিস যোগান দিতে পারে। তাছাড়া আমি নিজেও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি।’