২০১৯এর বক্সঅফিসে রীতিমতো সাফল্য পেয়েছিল আয়ুষ্মান খুরানার ছবি ‘ড্রিমগার্ল’।শুধু বড়পর্দাতেই নয়,ওটিটি এবং ছোটপর্দাতেও দারুণ জনপ্রিয় পরিচালক রাজ সান্ডিল্যের এই রোম্যান্টিক কমেডি।’ড্রিমগার্ল’-এর সাফল্যের সৌজন্যেই এবার ছবির সিক্যুয়েল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বলিউডের অন্যতম প্রযোজক একতা কাপুর,এমনটাই জোর খবর টিনসেল টাউনে।প্রথম ছবির মতো, সিক্যুয়েলেও যে ড্রিমগার্লের চরিত্রে আয়ুষ্মান খুরানাই থাকছেন সেকথা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
ছবির মূল আকর্ষণ কিন্তু তিনিই।আদপে আয়ুষ্মানের অভিনয়ের কথা মাথায় রেখেই ‘ড্রিমগার্ল 2’ নিয়ে প্ল্যানিং শুরু করে দিয়েছেন নির্মাতারা।ড্রিমগার্ল-এ আয়ুষ্মানের নায়িকা হয়েছিলেন হটি অ্যান্ড নটি নুসরত ভারুচা।তবে সিক্যুয়েলেও তিনি থাকছেন কিনা সেই নিয়ে বড় জল্পনা রয়েছে।এবারও পরিচালকের চেয়ারে বসতে চলেছেন পরিচালক রাজ সান্ডিল্যই।শোনা যাচ্ছে একটি অন্য ছবির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত রয়েছেন রাজ। তারপরই শুরু হয়ে যাবে ‘ড্রিমগার্ল 2’ নিয়ে তোড়জোড়।খুব শীঘ্রই ছবি নিয়ে মিলবে আরও আপডেট।