মুম্বই : ড্রিম গার্ল ২(Dream Girl 2)-র প্রচারে(Promotion) নামছেন আয়ুষ্মান খুরানা(Ayushmann Khurrana),অনন্যা পাণ্ডে(Ananya Panday) সহ ছবির গোটা টিম।আগামী ২৫ অগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ড্রিম গার্ল ২।তার আগে গোটা দেশ জুড়ে ছবির প্রচার সারতে চান তারকারা।জানাযাচ্ছে,ইন্দোর,চণ্ডীগড়,জয়পুর, আহমেদাবাদ এবং পুনে শহরে ড্রিম গার্ল ২-র প্রচারে জাবেন আয়ুষ্মান-অনন্যারা। পাশাপাশি ছবির প্রচারে যোগ দেবেন মনজ্যোত সিং(Manjyot Singh),পরেশ রাওয়াল(Paresh Rawal),অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও(Abhishek Banerjee)।ড্রিম গার্ল ২-র প্রচারে থাকার কথা প্রযোজক একতা কাপুরেরও(Ekta Kapoor)। প্রথম ডির্ম গার্ল-এর মতো বক্সঅফিসে দারুণ ঝড় তুলবে ড্রিম গার্ল ২।এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৯ সালের সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল পরিচালক রাজ শান্ডিল্যর রোম্যান্টিক কমেডি ফিল্ম ড্রিম গার্ল।যে ছবিতে করম ওরফে কল সেন্টার গার্ল পূজার ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা।নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে।ছবির গল্পে কল সেন্টার কর্মীর মহিলা কন্ঠে কথা বলে সকলকে প্রেমে ফেল দিয়ে ছিলেন নায়ক করম ওরফে ড্রিম গার্ল পূজা।দীর্ঘ চার বছর পর আগামী ২৫ অগস্ট ফের রূপোলি পর্দায় ফিরছে।সপ্তাহ খানেক আগেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।ড্রিম গার্ল ২ যে রোম্যান্স,কমেডি এবং নাচে-গানে ভরপুর হতে চলেছে তার আভাস ট্রেলারেই মিলেছে।
ছবিতে নায়িকা হিসেবে যোগ দিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।অন্নু কাপুর,মনজ্যোত সিং,অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পাশাপাশি ড্রিম গার্ল ২ তে দেখা যাবে পরেশ রাওয়াল এবং মনোজ যোশিকেও।বিগত দুই তিন বছর ধরেই বক্সঅফিসে হিট করে নি আয়ুষ্মানের কোনও ছবি।তাই বড় সুপারহিটের খোঁজে রয়েছেন ভিকি ডোনর তারকা।সম্ভবত ড্রিম গার্ল ২ হতে চলেছে আয়ুষ্মানের কামব্যাক ফিল্ম।অন্তত রাজ শান্ডিল্যর এই রমকম ফিল্ম নিয়ে দর্শকদের মধ্যে যেমন ক্রেজ রয়েছে।তাতে এমনটা আগাম বলাই যায়।তবুও প্রচারে কোনও রকম কসুর রাখতে চান না আয়ুষ্মান খুরানা।খুব শীঘ্রই নায়িকা অনন্যাকে সঙ্গে নিয়ে দেশের নানা শহরে সারবেন ড্রিম গার্ল ২-র প্রোমোশন।