হায়দরাবাদ : ফের দক্ষিণী ছবিতে ভিলেনের(Villain) চরিত্রে মুন্না ভাই(Munna Bhai)।শনিবারই ছিল সঞ্জয় দত্তের(Sanjay Dutt) ৬৪ তম জন্মদিন।সঞ্জুবাবার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এল নতুন ছবির লুক।তেলুগু তারকা রাম পোথিনেনিকে(Telugu Star Ram Pothineni) নিয়ে ইস্মার্ট শঙ্কর(iSmart Shankar) ছবির সিক্যুয়েল ডবল ইস্মার্ট(Double iSmart) তৈরি করছেন লাইগার(Liger) খ্যাত পরিচালক পুরী জগন্নাথ(Puri Jagannadh)।সেই ছবিতেই খলনায়কের চরিত্রে নজর কাড়তে চলেছেন সঞ্জয় দত্ত।অভিনেতার বার্থ ডের দিন সাত সকালেই প্রকাশ্যে এল ডবল ইস্মার্ট ছবিতে সঞ্জুবাবার লুক।ছবিতে সঞ্জয় দত্ত অভিনীত চরিত্রটির নাম বিগ বুল(Big Bull)।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার লুক নিয়ে চলছে ভরপুর চর্চা।কিছুদিন আগেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে ডবল ইস্মার্ট ছবির শ্যুটিং।জমজমাট এই সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্মে(Scince Fiction Action Film) থাকছে রাম পোথিনেনি ও পুরী জগন্নাথের ধুন্ধুমার অ্যাকশন।যা ডবল ইস্মার্ট-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে।
ছবির ফার্স্টলুক সোশ্যাল সাইটে শেয়ার করে সঞ্জয় দত্ত লিখলেন,পুরী জগন্নাথ এবং রাম পোথিনেনির সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি গর্বিত।সায়েন্স ফিকশন মাস এন্টারটেইনার ডবল ইস্মার্ট ছবিতে বিগ বুল চরিত্রে অভিনয় করতে পেরে বেজায় খুশি বলিপাড়ার খলনায়ক সুপারস্টার।২০২৪সালের ৮মার্চ মুক্তি পাবে ডবল ইস্মার্ট।
It takes me immense pride to be working with the director of the masses #PuriJagannadh ji and the young energetic Ustaad @ramsayz ?
Glad to be Playing the #BIGBULL in this sci-fi mass entertainer #DoubleISMART
Excited to be teaming up with this super-talented team and Looking… pic.twitter.com/SrIAJv6yy1
— Sanjay Dutt (@duttsanjay) July 29, 2023
তেলুগু সুপারস্টার রাম পোথিনেনি অভিনীত প্যান ইন্ডিয়ান ফিল্ম ডবল ইস্মার্ট ছবিতে ভিলেন বিগ বুল চরিত্রে নজর কাড়তে চলেছেন সঞ্জুবাবা।আজ মুন্নাভাই তারকার ৬৪তম জন্মদিনে মুক্তি পেল ছবিতে অভিনেতার ফার্স্ট লুক।যা দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত সঞ্জুর ভক্তরা।করোনাকালের পরে বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা।এবং অধিকাংশ চরিত্রই নেগেটিভ রোল।পুরনো রোম্যান্টিক ইমেজ ভেঙে সঞ্জু এখন রাফ অ্যান্ড টাফ ভিলেন। কেজিএফ ২ ছবিতে ভিলেন আধিরার চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দিয়েছেন সঞ্জয় দত্ত।রণবীর কাপুরের সামশেরা ছবিতেও খলচরিত্র পুলিশ অফিসার শুদ্ধ সিংয়ের ভূমিকায় নজর কেড়েছে তাঁর অভিনয়।
পাশাপাশি লোকেশ কঙ্গরাজ পরিচালিত বিজয় তলপতির লিও ছবিতেও ভিলেনের চরিত্রে রয়েছেন সাজন-এর মতো রোম্যান্টিক ফিল্মের নায়ক। পাশাপাশি পরিচালক পুরী জগন্নাথের ছবি ডবল ইস্মার্ট-এও এবার ভিলেন বিগ বুল চরিত্রে ধরা দেবেন সঞ্জয় দত্ত।পাশাপাশি কিন্তু বলিউডেও চুটিয়ে কাজ করছেন নাইনটিজের বক্সঅফিস কাঁপানো এই সুপারস্টার। কিছুদিনের বড়পর্দায় মুক্তি পাবে শাহরুখ খানের ছবি জওয়ান।ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে সঞ্জুকে।চরিত্রটি ক্যামিও হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন কলাকুশলীরা।