মুম্বই : বলিউডে এবার নতুন জুটি।৫ অক্টোবর বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রোম্যান্টিক ফিল্ম দোনো(Dono)।ছবিতে অভিনয় করে ডেবিউ করছেন সানি দেওলের(Sunny Deol) ছোট ছেলে রাজবীর দেওল(Rajveer Deol) এবং পুনম ধিলোনের(Punam Dhiloner) মেয়ে পালোমা(Paloma)।সম্প্রতি মুক্তি পেয়েছে দোনো-র ট্রেলার(Trailer)। ছবিটি পরিচালনা করে বলিউডে পা রাখছেন পরিচালক সুরজ বরজাতিয়ার(Sooraj Barjatya) ছেলে অবিনাশ বরজাতিয়া(Avinash Barjatya)।বলিউডে পা রাখছে দেওল পরিবারের নতুন প্রজন্ম।করণের পর এবার বি-টাউনে অভিষেক হতে চলেছে সানির ছোট ছেলে রাজবীর দেওলেরবক্সঅফিসে বিরাট সাফল্য পেয়েছে সানি দেওলের ছবি গদর ২।অন্যদিকে দারুণ প্রশংসিত হয়েছে রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে ধর্মেন্দ্রর অভিনয়।রাজবীরের দাদা তথা সানির বড় ছেলে করণ দেওল বলিউডে পা রেখেছেন অনেকদিন হল।তাঁর প্রথম ছবি পল পল দিল কে পাস মাঝারি মাপের ফল করেছিল বলিউডে।পাশাপাশি কাকা ববি দেওলও দুর্দান্ত অভিনয় করছেন।ওটিটিতে একের পর এক ছবিতে ভিন্নধর্মী চরিত্রে নজর কেড়েছে ববির অভিনয় দক্ষতা।এবার পালা সানির ছোট ছেলে করণ দেওলের। গতবছরই জানা গিয়েছিল সুরজ বরজাতিয়ার ছেলে অভিনাশের প্রথম ছবি দোনো-তে অভিনয় করে বলিউডে ডেবিউ করতে চলেছেন রাজবীর দেওল।নায়িকার চরিত্রে রয়েছেন আটের দশকের জনপ্রিয় নায়িকা পুনম ধিলোনের মেয়ে পালোমা।তাঁরও দোনো ডেবিউ ফিল্ম হতে চলেছে।
একদিকে নতুন জুটি,নতুন পরিচালক।অন্যদিকে সুরজ বরজাতিয়ার রাজশ্রী প্রোডাকশনসের ব্যানার।সবমিলিয়ে দোনো নিয়ে যথেষ্ঠ আগ্রহ রয়েছে দর্শকের মধ্যে।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রোম্যান্টিক ছবির টিজার।মুক্তি পেয়েছে টাইটেল ট্র্যাকও।অবশেষে সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।জেনারেশন ওয়াইয়ের রোম্যান্টিক লাভ স্টোরি যে দর্শকদের মোটেও নাখুশ করবে না তা ট্রেলারেই স্পষ্ট হয়ে গিয়েছে।