গত সোমবার ঘোষিত হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Academy Award) বা অস্কার (The Oscar) পুরস্কার। ভারতীয় হিসেবে আমরা ভীষণ গর্বিত, কারণ এবার দেশে এসেছে ২টি অস্কার। সেরা অরিজিনাল গানের জন্য অস্কার জিতে নিয়েছে তামিল ছবি আরআরআর-এর (RRR) ‘নাটু নাটু’ (Natu Natu)। সেই সঙ্গে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র নির্বাচিত হয়েছে তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers)। গর্ব করার মতো বিষয় তা বলাই বাহুল্য।
আমেরিকার এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারকে দুনিয়াজুড়ে চলচ্চিত্র ক্ষেত্রে সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে দেখা হয়। কিন্তু কীভাবে কোন পদ্ধতিতে প্রতি বছর এই পুরস্কার প্রদান হয় সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আসুন আজকের টক অন ফ্যাক্টস-এ (Talk on Facts) এই নিয়ে কিছু তথ্য জানা যাক।
আরও পড়ুন: Talk on Facts | Station for Sale | স্টেশন বিক্রি আছে কিনবেন নাকি?
অস্কারের সেরার নির্বাচনে মোট ১০ হাজার মানুষ ভোট দিয়ে থাকেন। ভোট দেন মূলত বিভিন্ন দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই তালিকায় রয়েছেন খ্যাতিসম্পন্ন পরিচালক, লেখক কিংবা অভিনেতারা। এমনকী, যাঁরা আগে অস্কার জিতেছেন, তাঁদের মধ্যেও কেউ কেউ সেরার বাছাইয়ে অংশ নেন।
কীভাবে হয় অস্কারের ভোট? অস্কারের জন্য ব্যালট পেপারে ভোট দেওয়া যায়। অনলাইনে ভোটিংয়ের সুবিধাও রয়েছে
এখন প্রশ্ন হল অস্কারের নির্বাচন কি নিরপেক্ষ? প্রত্যেক বছরই সেরা ছবি কিংবা অভিনেতা বাছাই নিয়ে বিতর্ক হয়। রাজনৈতিক কিংবা কূটনৈতিক সম্পর্ক সেরা বাছাইয়ে প্রভাব ফেলে বলেও অনেকের অভিযোগ। তবে যেহেতু, কোনও একটি দেশের একজনের ভোটের ভিত্তিতে সেরার নির্বাচন হয় না তাই এই নির্বাচনকে নিরপেক্ষ বলেই ধরে নেওয়া হয়। ভোটদাতারা সংশ্লিষ্ট ছবিটি দেখে তার গান শুনে খুঁটিয়ে বিশ্লেষণ করেন, তার পরেই নিজেদের মূল্যবান ভোট দিয়ে থাকেন।