গতবছর মহালয়ায় মুক্তি পেয়েছিল ডকুমেন্টরি ওয়েব সিরিজ তারাদের শেষ তর্পণ। সুনীল গঙ্গোপাধ্যায়,ঋতুপর্ণ ঘোষ,সুপ্রিয়া দেবী,চুণী গোস্বামী কিংবা তাপস পালের মতো কিংবদন্তী প্রয়াত বাঙালীদের শ্রদ্ধার্ঘ জানিয়ে তৈরি হয়েছিল এই ডকুমেন্টরি ওয়েব সিরিজ।শ্রদ্ধা জানানো হয়েছিল সুশান্ত সিং রাজপুতকেও।সিরিজটির ভাবনা এবং পরিকল্পনার মুখ্য কাণ্ডারী ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক গৌতম ভট্টাচার্য।প্রযোজনার দায়িত্ব সামলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।মুক্তির পরই তারাদের শেষ তর্পণের প্রথম সিজন বাঙালি দর্শকের কাছে রীতিমতো জনপ্রিয় হয়েছিল।কবে এই ডকুমেন্টরি ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে তারই অপেক্ষায় ছিলেন সকলেই।চলতি বছরের মহালয়ার দিনই শুরু হতে চলেছে তারাদের শেষ তর্পণ দ্বিতীয় সিজনের স্ট্রিমিংও। দ্বিতীয় পর্বে শ্রদ্ধার্ঘ জানানো হবে সৌমিত্র চট্টোপাধ্যায়,স্বাতীলেখা সেনগুপ্ত,অমল দত্ত,শঙ্খ ঘোষ,বুদ্ধদেব দাশগুপ্ত,মহুয়া রায় চৌধুরী,মৃণাল সেন,ইরফান খানের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের।প্রথম সিজনের মতো তারাদের শেষ তর্পণ দ্বিতীয় সিজন নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হবে এ আর নতুন কথা কি?
আরও পড়ুন – ‘বলিউড কখনই বাজেট নিয়ে ভাবে না’