কলকাতা: টেলিভিশন দিয়েই অভিনয়ের জগতে পা তাঁর। প্রথমে শিশু চরিত্রে অভিনয় করতে দেখা যায় দিতিপ্রিয়া রায়কে। তারপর বেশ কিছু বছর আগে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ রানী রাসমণি’ তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। প্রথমে শোনা গিয়েছিল সেখানেও তাঁকে দেখা যাবে রানী রাসমনির ছোটবেলার চরিত্রে। কিন্তু সময় যত গড়ায় ধীরে ধীরে পুরো চরিত্রটাই দিতিপ্রিয়া নিজের হাতে সামলায়। বহু মানুষের ঘরের মেয়ে হয়ে উঠে দিতিপ্রিয়া এই সিরিয়ালের দ্বারা। নিজের অভিনয়ের দক্ষতা তখনই প্রমাণ করে সে। আর তারপর তাঁকে আর ধরে রাখা যায়নি। টলিপাড়ায় জায়গা করে নেয় দিতিপ্রিয়া রায়।
সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় থেকে শুরু করে, ওটিটি প্ল্যাটফর্ম, সবেতেই নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয় দিতিপ্রিয়া। প্রতিটি চরিত্র ফুটিয়ে তোলেন সে অভিনয়ের দ্বারা। তবে অনেকের মনেই প্রশ্ন ছিল আর কি দিতিপ্রিয়া কে দেখা যাবে না ছোট পর্দায়? নতুন বছরে এলো সুখবর। নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে দিতিপ্রিয়াকে। তাও আবার মুখ্য চরিত্রে।
কোন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে?
জি বাংলার নতুন এক ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে। তবে এবার আর বউমা কিংবা মায়ের চরিত্রে নয়, এক প্রেমিকার চরিত্রে ধরা দিলেন দিতিপ্রিয়া। ইতিমধ্যেই সিরিয়ালের প্রথম লুক সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক মেয়ের ভূমিকায় রয়েছে সে। সাইকেল চড়ে গ্রামের রাস্তায় মজার ছলে নিজের সখীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সে। আবেগী এই মেয়ের জীবনে ধরা দেবে কি প্রেমের ছোঁয়া? সেই গল্পই নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক – ‘তোমাকে ভালোবেসে’।
আরও পড়ুন: নতুন বছরে সুখবর! আরও একবার রানবীর-দীপিকাকে একসাথে দেখা যাবে বড় পর্দায়
আগামী বছর ২০২৫ থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার কথা। প্রযোজনায় এসভিএফ। তবে কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক তা এখনো খোলসা করা হয়নি।
দেখুন অন্য খবর
Powered by embed youtube video and mga casino
The post আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন দিতিপ্রিয়া first appeared on KolkataTV.
The post আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন দিতিপ্রিয়া appeared first on KolkataTV.