ওটিটিতে নতুন রেকর্ড গড়ল আনন্দ এল রাইয়ের ছবি ‘আতরঙ্গী রে’।শুক্রবারই জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার,ধানুষ ও সারা আলি খান অভিনীত এই ছবি।মুক্তির প্রথম দিনেই ওটিটি প্ল্যাটফর্মে নতুন রেকর্ড সৃষ্টি করল ‘আতরঙ্গী রে’।যে ওটিটি প্ল্যাটফর্মে আনন্দ এল রাই পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে,সেই ওটিটিতেই করোনাকালে বহু ছবিই মুক্তি পেয়েছে।সেই তালিকায় রয়েছে অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী,কমেডি ছবি হাঙ্গামা ২ কিংবা সইফ আলি খান অর্জুন কাপুরের হরর কমেডি ফিল্ম ভূত পুলিশ-এর মতো ছবি।ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রথমদিনেই সবথেকে বেশি সংখ্যক দর্শক দেখে ফেলেছেন আতরঙ্গী রে।এর আগে এই শিরোপা ছিল অক্ষয় কুমারের লক্ষ্মী এবং তারপর প্রিয়দর্শনের ছবি হাঙ্গামা ২ এর।সব রেকর্ড ভেঙে বর্তমানে প্রথম স্থানে রয়েছে আতরঙ্গী রে।
ক্রিসমাসে উৎসবের মরসুমে ওটিটিতে মুক্তির পরই দর্শকদের মন জয় করে নিয়েছে আনন্দ এল রাইয়ের এই নতুন ছবি।ছবি রীতিমতো পছন্দও করছেন দর্শকরা।সকলেই মনে করে ছিলেন ছবির সবথেকে বড় আকর্ষণ অক্ষয় কুমার।তবে ছবি দেখার পর মত পাল্টেছেন সিনেপ্রেমীরা।খিলাড়ি কুমার নন,ছবির গল্পই আতরঙ্গী রে-র মেইন ইউএসপি। এবং তারচেয়েও বড় পাওনা ধানুষ ও সারা আলি খানের দুর্দান্ত অভিনয়।