বিতর্কিত অভিনেত্রী পায়েল রোহাতগির ‘মোদি প্রেম’ ছুটে গেছে। তুমি এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় মুখর। মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রীর মন্তব্য, ‘মমতা জি আপনি দৃঢ়চেতা আপনাকে আমার বুঝতে ভুল হয়েছিল’। এই পোস্ট দেখে নেটদুনিয়া হতবাক। ইংলিশ এই অভিনেত্রী যিনি বাঙালির গর্ব রাজা রামমোহন রায় কে নিয়ে কুমন্তব্য করতে ছাড়েন নি। ‘ব্রিটিশদের চামচা’ বলে কটাক্ষ করেছিলেন তাকে। সেই পায়েলের মুখেই জনপ্রিয় জননেতা মমতার প্রশংসা। ভোলবদল তো বটেই। এটা সকলেই জানতেন যে পায়েল রোহাতগি স্বঘোষিত গেরুয়া সমর্থক। হিন্দুত্ববাদীদের হয়ে মত প্রকাশ করে এসেছেন। সেই অভিনেত্রী হঠাৎ বিরোধী শিবিরের জনপ্রিয় নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। এমনকি কিছুদিন আগেও, একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর যে পায়েল রোহতগি ভোট পরবর্তী হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছিলেন।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কোলে এক শিশু ছবি মুখ্যমন্ত্রীর অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা ছিল ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই শিশুকে বুকে আগলে রাখার দায়িত্ব আমার, দায়িত্ব সারাবাংলা। কবি সুকান্ত ভট্টাচার্যের উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রীর সেই পোস্টকে রিপোস্ট করেছেন পায়েল এবং প্রশংসা বাণীতে ভরিয়ে দিয়েছেন। শুধু মমতা ব্যানার্জির প্রশংসা নয় পায়েলের সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে দেখা যাবে তিনি রাহুল গান্ধী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশংসা করে চলেছেন। যাদের সম্পর্কে এতদিন কোনো মন্তব্য করছিলেন এখন গেরুয়া শিবির থেকে দূরত্ব বজায় রাখতে তিনি উল্টোটা করছেন। এর কারণ অবশ্য অভিনেত্রী পরিষ্কার করে জানাননি তবে তার রাজনৈতিক মতাদর্শে ক্রমাগত অন্য সুর শোনা যাচ্ছে। সম্প্রতি এক পোস্টে তিনি মোদির মন্ত্রিসভার সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। গেরুয়া শিবিরের ওপর এমন মোহভঙ্গের কারণ যাই হোক নেটিজেনরা বলছেন দেরিতে হলেও পায়েলের বোধদয় হয়েছে।