ওয়েব ডেস্ক: বাংলা চলচ্চিত্রে সফল পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) নাম একেবারে প্রথমসারিতে। বাইশে শ্রাবণ, রাজকাহিনীর (Rajkahini) মতো একাধিক জনপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন বাঙালি দর্শককে (Bengali Audience)। এতদিন পর্যন্ত ক্যামেরার পিছনে থেকেই ম্যাজিশিয়ানের ভূমিকা পালন করেছেন তিনি। তবে আর ক্যামেরার পিছনে নয়, দর্শকরা তাঁদের প্রিয় পরিচালককে এবার দেখতে পাবেন অভিনেতার (Actor) আসনে। হ্যাঁ ঠিকই শুনছেন! অভিনয়ের দক্ষতাতেই এবার মঞ্চে ম্যাজিক দেখাবেন পরিচালক। এর আগে তাঁকে তাঁর নিজের ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ঠিকই। তবে পুরোদস্তুর অভিনেতা (Actor) হিসাবে এই প্রথম তাঁকে দেখতে পাবেন দর্শকরা।
তবে প্রিয় পরিচালককে বড়পর্দায় দেখতে পাবেন না দর্শকরা। বরং আরও বড় চমক অপেক্ষা করছে তাঁদের জন্য। শোনা যাচ্ছে, কিংবদন্তি অভিনেতা জয়ন্ত কৃপালানি (Jayant Kripalani) ও সৃজিত মুখোপাধ্যায়কে (Srijit Mukherjee) একই মঞ্চে দেখা যাবে। একই নাটকের মঞ্চ (Theaters) ভাগ করবেন দু‘জনে। আর কিছুদিনের মধ্যেই কৌশিক সেনের (Kaushik Sen) পরিচালিত ‘স্বপ্নসন্ধানী’ এর নাটক ‘মার্ক্স ইন কলকাতা’ মঞ্চস্থ হতে চলেছে শহর কলকাতায় (Kolkata)। আগামী শো ২৯ মে। এই নাটকের মঞ্চ মাতাবেন জয়ন্ত কৃপালানি ও সৃজিত মুখোপাধ্যায়। সুতরাং এই নাটক সিনেপ্রেমীদের মধ্যে যে বাড়তি উন্মাদনা জোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না। দর্শকরা এই নাটক চাক্ষুষ করার আগে গতকাল কলকাতায় তারই একপ্রস্থ স্টেজ রিহার্সাল (Stage Rehearsal) সেরে ফেললেন অভিনেতারা।
আরও পড়ুন: ইশার বোল্ডনেসে কুপকাত নেটাগরিকরা
এই নাটকে মুখ্য দুই চরিত্র হল ‘কার্ল মার্ক্স’ ও ‘মেফিস্টোফিলিস’। ‘কার্ল মার্ক্স‘ এর ভূমিকায় জয়ন্ত কৃপালানি ও ‘মেফিস্টোফিলিস’ এর ভূমিকায় অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। তবে এরই মাঝে এক জল্পনা ঘোরাফেরা করছে। খবর ভাসছে, নাসিরুদ্দিন শাহকে নাকি এই নাটকে এক বিশেষ চরিত্রে দেখা যাবে। আগামী ২৯ মের পরে এই নাটকের দ্বিতীয় শো আগামী ৮ জুন আয়োজিত হবে। এই নাটকের সুবাদেই দীর্ঘ ১৬ বছর পর ফের অভিনয়ের জগতে ফিরছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নাটকের প্রতি অগাদ টানের জোরেই একদিন চাকরি ছেড়েছিলেন তিনি। বেঙ্গালুরুতে বহুবছর নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে যদিও পরিচালনা করাতেই প্রাণ খুঁজে পান সৃজিত। জয়ন্ত কৃপালানি ও সৃজিত মুখোপাধ্যায়ের এই যুগলবন্দী কতটা ম্যাজিক দেখাতে পারে নাটকে এখন সেটাই দেখার বিষয়।
দেখুন অন্য খবর