কলকাতা: অপেক্ষার অবসান! ঘোষণা করা হল ‘দেবী চৌধুরাণী’ (Devi Chowdhurani)-র শুটিং (Shooting) শুরুর দিন। শোনা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বর শুরু হতে চলেছে শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra)আপকামিং ছবি ‘দেবী চৌধুরাণী’-র শুটিং। কলকাতা ছাড়াও বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে। স্বাধীনতা দিবসের দিনই এই বিষয়টি নিজের সোশ্যাল পেজে শেয়ার করে আনুষ্ঠানিক ঘোষণা করেন শুভ্রজিৎ।
ছবির পোস্টার শেয়ার করে শুভ্রজিৎ মিত্র লিখেছেন, ‘এই বিশেষ দিনটি ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখুন। কাউন্টডাউন শুরু হয়ে গেল।আমরা প্রস্তুত দুর্দান্ত একটা ছবি তৈরির সফরের জন্য। আগামী ১৫ নভেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং। এই মহাকাব্যের সঙ্গে থাকুন, এটি আপনাকে মন্ত্রমুগ্ধ করবে।’ শুভ্রজিতের শেয়ার করা পোস্টটি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়েছে অনুরাগীরা।
আরও পড়ুন:Jawan | Advance Booking In UAE | মুক্তির ২১ দিন আগেই আরবে শুরু হল ‘জওয়ান’-এর অ্যাডভান্স বুকিং
‘দেবী চৌধুরাণী’-র প্রথম পোস্টার কলকাতার পর, কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছে। এই ছবিতে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভবানী পাঠকের চরিত্র দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। রঙ্গরাজের চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী। হরবল্লভের চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এছাড়াও অন্যান্য ভূমিকায় কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, প্রমুখকে দেখা যাবে। ‘দেবী চৌধুরাণী’-র অ্যাকশন দৃশ্যের দায়িত্বে রয়েছেন ভিকি কৌশলের বাবা, মুম্বইয়ের বিখ্যাত ফাইট মাস্টার শ্যাম কৌশল।