কলকাতা শহরের মর্মান্তিক দুর্ঘটনাকে বিষয় করে ছবি করছেন পরিচালক পাভেল। ছবির নাম ‘কলকাতা চলন্তিকা’। পোস্তা ব্রিজ ভেঙে পড়ার স্মৃতি আজও শহরবাসীর রয়েছে, তবে সব দুর্ঘটনা পেরিয়ে শহর জীবন তার নিজের ছন্দে চলতে থাকে, এই বিষয়ের উপর ভিত্তি করেই পাভেলের এই ছবির কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন : প্রসেনজিৎ-পাভেল এর জুটি এবার বড়পর্দায়
একগুচ্ছ তারকা নিয়ে চলছে “কলকাতা চলন্তিকা” এর শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আড্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বান চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখার্জী, কিরন দত্ত প্রমুখ।
এই ছবির গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবনের ছবি। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে ঘটে যায় দুর্ঘটনা, তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলট পালট হয়ে যায়। আবার তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল চমক। দেশপ্রিয় পার্কের বিরাট প্রতিমা ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পাভেল করেছিলেন ‘অসুর’ ছবিটি। এবার আবার একটি সত্য ঘটনাকে গল্পের আকারে বড় পর্দায় নিয়ে আসছেন তিনি।
পাভেলের কথায় ,”পরিচালক হিসেবে আমাকে বরাবরই সেই ঘটনা গুলো টানে যে গুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে প্রভাবিত করে। দেশপ্রিয় পার্ক দুর্গাপুজো ব্যান (অসুর সিনেমা এই নিয়ে) বা পোস্তা ফ্লাই ওভার ভেঙে পড়া,এগুলোর ডকুমেন্টেশন করা আমি মনে করি পরিচালক হিসেবে আমার দায়িত্ব। আর এগুলো করতে গিয়ে আমার ভূমিকা কিন্তু কোনো তদন্তকারির নয়। আমি এদের কারন খুঁজতে বসিনি। আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এগুলো ছাপ রেখে গেছে সেই গুলোকেই আমার লেন্সে ধরতে চেয়েছি। সিনেমার মধ্যে একটা কথা আমি নিশ্চয় বলতে চাই যে, দেখুন যখনই কোনো ফ্লাই ওভার বা ব্রিজ ভেঙে পড়ে সে তো একা ভাঙে না, সঙ্গে ভেঙে পড়ে আমাদের স্বপ্ন আর প্রত্যাশা। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা যারা কলকাতা নিয়ে বেঁচে থাকি, আমরা জানি কি করে সব ভাঙা জুড়ে দিয়ে উঠে দাঁড়াতে হয়।এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।”
ছবির শ্যুটিংয়ের কাজ চলছে , খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে ‘কলকাতা চলন্তিকা’ ছবিটি।