জিৎ স্টারার ‘রাবন’ ছবিতে এবার খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য। এই ছবির প্রথম লুক প্রকাশিত হওয়ার দিন থেকেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ছবিতে জিতের লুক দেখে তাঁকেই খল চরিত্র বলে মনে হলেও টলিউডের অন্দরের খবর ছবিতে একটি টুইস্ট রয়েছে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এন রাজ।মনে করা হচ্ছে, ‘রাবণ’ ছবির ক্ষেত্রেও নামটি রূপক হিসেবে ব্যবহৃত হতে চলেছে। জিতের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী কেও।
এই ছবিতে দীপাঞ্জন একজন সংবাদ সংস্থার প্রধানের চরিত্রে অভিনয় করছেন। দীপাঞ্জনকে আগেও বহু বাংলা ছবি ও ধারাবাহিকে কাজ করতে দেখা গেছে। তবে জিতের এই ছবিতে তাঁর চরিত্র বেশ গুরুত্বপূর্ণ, যা গল্পের মোড় ঘোরাতে সক্ষম। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিংয়ের কাজ চলছে।
জিৎ বেশকিছু বছর ধরেই একটু অন্যরকম গল্পে অভিনয় করছেন। নিজের প্রযোজনা অজানা গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। ‘রাবন’ এর গল্প নিয়ে কিছুই বলতে চাইছেনা কলাকুশলীরা। তবে খবর এই ছবিতে জিতের দুটি লুক রয়েছে। ছবিটি মুক্তির অপেক্ষায় নেটিজেনরা।