প্রয়াত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার।দিলীপ সাবের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের চলচ্চিত্র জগৎ।তাঁর মৃত্যু নাড়া দিয়েছে বাংলা চলচ্চিত্র জগৎকে।দিলীপ কুমারের মৃত্যু চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি।বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মত অভিনেতারা।ছোট থেকে যার অভিনয় দেখে বড় হওয়া,অভিনয় শেখা তাঁকে হারিয়ে শোকস্তব্ধ প্রসেনজিত এবং ঋতুপর্ণা।প্রসেনজিৎ- এর মতে দিলীপ কুমারের চলে যাওয়ায় একটা অধ্যায় শেষ হল।দেবানন্দ, রাজ কাপুর এবং দিলীপ কুমারকে ভারতীয় ছবির একটা অধ্যায় বলা যেতে পারে।এদের মধ্যে দুজন আগেই প্রয়াত হয়েছেন।দিলীপ কুমারের প্রয়াণে একটা অধ্যায়ের সমাপ্তি হল।যত দিন ভারতীয় চলচ্চিত্র থাকবে,দিলীপ কুমারের নাম উজ্জ্বল হয়ে থাকবে,জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ছোটবেলা থেকে দিলীপ কুমারের ভক্ত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।স্কুল জীবনে শক্তি ছবিতে অভিতাভ বচ্চন এবং দিলীপ কুমারকে একসঙ্গে দেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।এরপর কর্মা,সওদাগর – ট্র্যাজিক কিং- এর সংলাপ,ক্যামেরার পোজ ,ধৈর্য সবই শিক্ষণীয়।এমন একজন অভিনেতার চলে যাওয়া ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কালো দিন।দিলীপ কুমারকে সামনে থেকে দেখলেও ব্যক্তিগত ভাবে কথা বলার সুযোগ হয়নি ঋতুপর্ণার।কিন্তু তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।নিজের কাজের মধ্যেই বেঁচে থাকবেন অভিনেতা, এমনই বিশ্বাস ঋতুপর্ণার।