মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সান ফার্নান্দো গাড়ির ভিতরে উদ্ধার হলো এক পর্নস্টার এর রক্তাক্ত দেহ। পর্ন দুনিয়ায় ৩১ বছরের এই তারকা ডাহলিয়া স্কাই যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার গায়ে গুলির ক্ষত পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার তদন্তে নেমেছে লস এঞ্জেলস পুলিশের গোয়েন্দা দপ্তর। প্রাথমিক তদন্তে আত্মহত্যার অনুমান উড়িয়ে দেয়া যাচ্ছে না।
‘বেইলি ব্লু’নামে পর্ন দুনিয়ায় এই তরুণী জনপ্রিয় হয়েছিলেন। প্রসঙ্গত, ২০১০ সালে পর্ন ইন্ডাস্ট্রি তে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই তরুণী। খুব অল্প সময়ের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। একসময় আইনি জটিলতার জন্য নিজের নাম পরিবর্তন করলেন ডালহিয়া। প্রায় ছশোর বেশি ভিডিও ক্রেডিট রয়েছে তার। স্বভাবে প্রানোজ্জল এই পর্ন নায়িকা একাধিক পুরস্কার পেয়েছিলেন। তার সহকর্মীরা জানিয়েছেন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন। তাঁর সহকর্মীদের ধারণা সেজন্যই তিনি হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিছুদিন আগে সেন্ট পিটার্সবার্গের একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় ২৯ বছরের পর্নস্টার ক্রিস্টিনা লিজিনার। আত্মহত্যা যথেষ্ট কারণ থাকলেও খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী পুলিশরা। ডাহলিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।