গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ব্রাত্য বসুর ছবি ডিকশনরি। কিছু দিন আগে এমনটাই জানানো হয়েছিল উৎসব কমিটির পক্ষ থেকে। তবে সদ্যই মেইল করে জানানো হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়েছে ব্রাত্য বসুর ডিকশনরি।
বাদ পড়ার কারণ হিসেবে বলা হয়েছে, উৎসবে ছবি পাঠানোর সময় যে ফর্ম ফিলআপ করেছিলেন ব্রাত্য, সেখানে তাঁর নামের বানানে ভুল ছিল। যদিও এর আগেই কিন্তু উৎসব কমিটির পক্ষ থেকে ডিকশনরি প্রদর্শনের খবর জানানো হয়েছিল পরিচালককে।
ছবি বাদ পড়ার দায় কেন্দ্রীয় সরকারের বলেই স্পষ্ট মনে করছেন ব্রাত্য বসু। তাঁর মতে, তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্যেই বাদ পড়ল ডিকশনরি। তবে নিজের রাজনৈতিক দল ও দলের নেত্রীকে নিয়ে তিনি গর্বিত। প্রয়োজনে আর কোনও দিন চলচ্চিত্র উৎসবে ছবি পাঠাবেন না তিনি। ডিকশনরি বাদ পড়ার প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পরিচালক ব্রাত্য বসু।