জাতিসংঘের ভারতবর্ষের পরিবেশ সংক্রান্ত গুডউইল অ্যাম্বাসাডর দিয়া মির্জা। অভিনয় ছাড়াও নিজের বাড়তি দায়িত্বের তাগিদে সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই অ্যাক্টিভ থাকেন দিয়া। সদ্যই সচেতনতা বাড়াতে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন তিনি। ফেক নিউজ ছড়িয়ে পড়া ঠেকাতে বার্তা দিল দিয়ার পোস্ট। মহামারির কালে করোনা নিয়ে গুজব ছড়ানোর কমতি নেই। এতে বিপদ যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
ফেক নিউজ থেকেই সকলকে সতর্ক করলেন দিয়া। খবর শেয়ার করার আগে তার সত্যতা বিচার করুন, তারপর তা শেয়ার করুন, পোস্টে এমনটাই লিখেছেন তিনি। কেউ যদি দিয়ার সঙ্গে সহমত হন তাহলে তাঁর এই ক্যাম্পেনিং-এ তাঁরাও যোগ দিন- সরাসরি আবেদন রেখেছেন দিয়া মির্জা। আসলে মহামারির কালে গুজব ছড়িয়ে পড়া রুখতে ফেক নিউজ বিরোধী ক্যাম্পেনিং শুরু করেছে ইউনাইটেড নেশনস্। গুড উইল অ্যাম্বাসাডর হিসেবে সেই ক্যাম্পেনিং আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন দিয়া। সোশ্যাল সাইটে কোনও তথ্য শেয়ারের আগে সেটি সম্পর্কে বিস্তারিত জেনে তবেই তা শেয়ার করার ওপর জোর দিচ্ছে ইউনাইটেড নেশনস্। এমনটা হলে গুজব ছড়াবে না। বরং সঠিক খবর বেশি করে শেয়ার হলে মানুষই উপকৃত হবেন। জাতিসংঘের উদ্যোগে সামিল হয়ে দিয়া যে ভাবে মানুষকে সচেতনতার পাঠ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তার প্রশংসাই করছে নেটিজেন।