ওয়েব ডেস্ক: জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন রণবীর সিং (Ranveer Singh)। জন্মদিনে সামনে এল বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar Teaser)-এর প্রথম ঝলক। টিজারেই বাজিমাত করলেন রণবীর। এক্কেবারে অন্যরকম লুকে দেখা গেল অভিনেতাকে। অভিনেতার চমকে মন জয় করে নিলেন ভক্তদের। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ধুরন্ধর’। তবে রণবীরের পাশাপাশি ফার্স্ট লুকের প্রচার ঝলকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন প্রমুখ।
রবিবাসরীয় দুপুরে রীতিমতো নতুন লুকে ধরা দিলেন রণবীর সিং। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ২ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজারে শুধুই ধুন্ধুমার অ্যাকশন আর থ্রিলে ভরা।উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বহুদিনের জমে থাকা প্রতিশোধ নেওয়ার সংলাপ বলতে শোনা যায় অভিনেতাকে। রণবীরকে দেখে অনেকেরই মনে পড়েছে তাঁর অভিনীত ‘আলাউদ্দিন খিলজি’ চরিত্রের কথাও। রণবীরের রাফ অ্যান্ড টাফ লুক। আবার অনেকে বলছেন, এই ভিজ্যুয়াল স্টাইল ‘পাঠান’ বা ‘অ্যানিম্যাল’-এর মতো বলিউড ব্লকবাস্টারের কথা মনে করিয়ে দিচ্ছে। তবে তার মধ্যেই রণবীর নিজের মতো করে আলাদা জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন:১৫ দিনে বক্স অফিসে কত আয় করল সিতারে জমিন পর
অন্য খবর দেখুন