ওয়েব ডেস্ক: আবারও একবার প্রজাপতি ডানা মেলল দেব-মিঠুনের (Dev Adhikari and Mithun Chakraborty) হাত ধরে। শুরু হল ‘প্রজাপতি ২’ ছবির শুটিং (Projapoti 2 Movie Shooting)। শনিবার নিজের মুখেই শুটিং শুরুর সুখবর দিলেন দেব (Dev Adhikari)। বিলেত থেকে বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ছবি শেয়ার করতে না করতেই ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় (Love and Congratulations) কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
এদিন দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, “আমরা আবার ফিরলাম। আজ থেকে শুরু হল ‘প্রজাপতি ২’ ছবির শুটিং।” ছবিতে দেখা যাচ্ছে, নিজের হাতে নারকেল ফাটিয়ে নতুন ছবির শুটিং শুরু করছেন অভিনেতা। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁদের হাতে নতুন ছবি শুরুর ক্ল্যাপার বোর্ড (Clapper Board)।
আরও পড়ুন: মুক্তি পেতেই বাজিমাত! কত এল ‘মেট্রো ইন ডিনো’ ছবির বক্সঅফিসের ঝুলিতে?
অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, পরিচালক অভিজিৎ সেনের (Avijit Sen) সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন দেব, মিঠুন চক্রবর্তী। অপর একটি ছবিতে দেখা মিলেছে, ছবির অন্যান্য টিম সদস্যদের (Team Members)। দেবের মুখের হাসিই বলে দিচ্ছে নতুন ছবির শুটিং শুরুর জন্য কতটা উৎসাহী তাঁরা।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ (Projapoti)। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ সেন। ছবিতে বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ মুগ্ধ করেছিল দর্শকদের। পাশাপাশি, এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর ও শ্বেতা ভট্টাচার্য। বক্স অফিসে ১৩ কোটি টাকা আয় করেছিল এই ছবিটি। চলতি বছরের প্রথম দিনেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে দেব জানিয়েছিলেন, ২০২৫ সালের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পাবে প্রজাপতি ছবির সিকুয়েল প্রজাপতি ২। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছে অভিজিৎ সেন। আর তাঁর কথা মতোই বিদেশের মাটিতে শুভারম্ভ হল প্রজাপতি ২ ছবির শুটিংয়ের।
দেখুন অন্য খবর