হায়দরাবাদ : শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।হাতে আর মাত্র ২৫০ দিন।তারপরই মুক্তি পেয়ে যাবে তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরের(NTR Junior) অ্যাকশন ফিল্ম দেবারা(Devara)। সেকথায় স্মরণ করিয়ে দিতে রবিবার সোশ্যাল সাইটে প্রকাশ্যে এল কোরাতলা শিবা(Koratala Shiva) পরিচালিত ছবি দেবারা-র নতুন ঝলক।মাস তিনেক হল শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।দেবারা-য় এনটিআরের বিপরীতে অভিনয় করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর(Janhavi Kapoor)।ভিলেনের চরিত্রে রয়েছেন সইফ আলি খান(Saif Ali Khan)।পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অন্যতম দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ(Prakash Raj) ছাড়াও আরও অনেকেই।শোনা যাচ্ছে,অ্যাকশনে ভরপুর হতে চলেছে জুনিয়র এনটিআরের ৩০তম(NTR 30) ছবি দেবারা।রবিবার ছবির নতুন প্রোমো(New Promo) প্রকাশ্যে এনে নির্মাতারা জানিয়েছেন,আর ২৫০ দিনের অপেক্ষা। তারপরই আগামী বছর ৫ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ছবি।
250 days to witness fear unleash on the big screen ??
Vastunna….#Devara from 5th April 2024. pic.twitter.com/CCaARI8Fwm
— Devara (@DevaraMovie) July 30, 2023
গতবছর বড়পর্দায় মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত ছবি ট্রিপল আর।যে ছবিতে রামচরণের সঙ্গে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল এনটিআর জুনিয়রকেও।ছবি বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে তো বটেই।অস্কার পুরস্কার জিতে নিয়েছে ট্রিপল আর ছবির গান নাটু নাটু।তারপর থেকেই প্রিয় অভিনেতার ৩০ তম ছবি নিয়ে বারবার তৈরি হয়েছে জল্পনা।অবশ্য গতবছরই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন নির্মাতারা।শুরুতে ছবির নাম রাখা হয় এনটিআর ৩০।পরে অবশ্য সেই নাম বদলে হয় দেবারা।
ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বহু সুপার ডুপারহিট ছবির পরিচালক কোরাতলা শিবা। ছবিতে এনটিআরের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।এটই শ্রীদেবী কন্যার প্রথম দক্ষিণী ছবি হতে চলেছে। ভিলেনের চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা সইফ আলি খান।পাশাপাশি রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।দেবারা-র গান এবং আবহসংগীত তৈরি করছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রত্নভেলু এবং সম্পাদনা করছেন শ্রীকর প্রসাদ।শিল্প নির্দেশনা করেছেন সাবু সিরিলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব।সব মিলিয়ে এনটিআর অভিনীত প্যান ইন্ডিয়ান ফিল্ম দেবারা যে অন্যতম বড় ছবি হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।