হায়দরাবাদ : প্রকাশ্যে এল দেবারা(Devara) ছবিতে সইফের(Saif Ali Khan) ‘ভাইরা’(Bhaira) লুক।বুধবার ছিল বলিউড অভিনেতা সইফ আলি খানের ৫৩তম জন্মদিন(Birthday)।মুক্তির অপেক্ষায় রয়েছে বলিতারকার একাধিক ছবি।যার মধ্যে অন্যতম হতে চলেছে পরিচালক কোরাতলা শিবার(Koratala Shiva) প্যান ইন্ডিয়ান প্রজেক্ট(Pan Indian Film) দেবারা।ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন জুনিয়র এনটিআর(Junior NTR) ও জাহ্নবী কাপুর(Janhavi Kapoor)।ছবিতে দুর্ধর্ষ খলনায়কের(Villain) ভূমিকায় রয়েছেন সইফ আলি খান।অভিনেতার ৫৩তম জন্মদিনে দেবারা-র নতুন পোস্টার(New Poster) সোশ্যাল সাইটে প্রকাশ্যে আনলেন ছবির নায়ক জুনিয়র এনটিআর।সেই পোস্টারেই দেখা মিলেছে সইফ আলি খানের।ছবিতে সইফ অভিনীত চরিত্রটির নাম ভাইরা।একমাথা চুল ও কাঁচা পাকা দাড়ি,এমনই লুকে জন্মদিনে নেটিজেনের মন জয় করেছেন সইফ আলি খান।
BHAIRA
Happy Birthday Saif sir !#Devara pic.twitter.com/DovAh2Y781
— Jr NTR (@tarak9999) August 16, 2023
বলিউড ইন্ড্রাস্ট্রির অন্যতম খান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন সইফ আলি খান।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরিচালক ওম রাউতের ছবি আদিপুরুষ।ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস।এবং রাবণের ভূমিকায় দেখা গিয়েছে সইফ আলি খানকে।মুক্তির পর যথেষ্ঠ বিতর্ক সৃষ্টি করেছে আদিপুরুষ।বক্সঅফিসেও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে।তবে প্রশংসিত হয়েছে লঙ্কেশরূপী সইফ আলি খানের অভিনয়।আগামী বছর মুক্তি পাবে কোরাতলা শিবা পরিচালিত প্যান ইন্ডিয়ান ফিল্ম দেবারা।যে ছবি তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরের ৩০তম ছবি হতে চলেছে।ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন জাহ্নবী কাপুর।
View this post on Instagram
পাশাপাশি ভিলেন ভাইরা-র চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।অভিনেতার ৫৩তম জন্মদিনে মুক্তি পেয়েছে দেবারা-র নতুন পোস্টার।পোস্টারে প্রকাশ্যে এসেছে সইফের লুক।শোনা যাচ্ছে,দেবারা একটি দুর্দান্ত অ্যাকশন ফিল্ম হতে চলেছে।ছবির অ্যাকশন সিক্যুয়েন্সের ডিজাইন করেছেন হলিউডের খ্যাতনাম স্টান্ট ডিরেক্টররা।ইতিমধ্যেই নাকি শেষ হয়ে গিয়েছে দেবারা-র শ্যুটিং।আগামী বছর ৫এপ্রিল মুক্তি পাবে দেবারা।