কলকাতা : ব্যোমকেশ ও দুর্গ রহস্য(Byomkesh O Durgo Rahoshyo)-এর প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দেব(Dev)।বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ব্যোমকেশ সিরিজের দুর্গ রহস্য(Durgo Rahosyo) কাহিনি নিয়ে দেবের প্রথম ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য।ছবিতে যে সত্যান্বেষী ব্যোমকেশের(Satyanweshi Byomkesh) চরিত্রে দেবই নজর কাড়বেন এমনটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সত্যবতীর(Satyabati) চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে(Rukmini Maitra)।গত মাসেই আগেই ব্যোমকেশ ও দুর্গ রহস্য-এর শ্যুটিং শেষ করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত(Birsa Dasgupta)। অবশেষে ছবির প্রি-টিজার(Pre-Teaser) প্রকাশ্যে আনলেন টলিউডের নতুন ব্যোমকেশ দেব।ছোট্ট টিজারেই ছবির গল্প এবং মেজাজকে অক্ষুন্ন রেখেছেন নির্মাতারা।কিছুদিনের মধ্যেই আসছে ছবির টিজার। এমনটাও আগাম জানিয়েছেন দেব।আগামী ১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ব্যোমকেশ ও দুর্গ রহস্য।
উত্তম কুমার,আবির চট্টোপাধ্যায়,যিশু সেনগুপ্ত কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়দের পর এবার বাঙালির অন্যতম গোয়েন্দা আইকন ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করেছেন টলি সুপারস্টার দেব।বরাবরই নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন চ্যালেঞ্জ খ্যাত তারকা।তাই ব্যোমকেশ হওয়ার চ্যালেঞ্জটাও সাদরে গ্রহণ করেছেন তিনি।অভিনয় করেছেন বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে। আর এই নতুন জার্নিতে দেব পাশে পেয়েছেন তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রকে।ছবির সত্যবতী তিনিই। বাংলার বেশ কিছু শহরের পাশাপাশি ঝাড়খন্ডেও চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য-এর শ্যুটিং।গতমাসেই ব্যোমকেশের শ্যুটিং পর্ব মিটিয়ে ছেন দেব-রুক্মিণী। পুরোদমে চলছে ছবির পোস্ট প্রোডাকশন।কারণ,সামনেই ১১অগস্ট ছবির মুক্তি।তবে শনিবার ভক্তদের চমকে দিয়ে ব্যোমকেশ ও দুর্গ রহস্য-এর প্রথম টিজার প্রকাশ্যে আনলেন পাগলু দেব।টানটান রহস্য-রোমাঞ্চ থেকে ব্রিটিশ শাসকদের অত্যাচার, সবকিছুই ব্যোমকেশ-এর নতুন ছবিতে তুলে ধরেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।এর আগে শুধু তোমারই জন্য ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন টলিতারকা।এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা।প্রি-টিজারে দেব জানিয়েছেন,কিছুদিনের মধ্যেই আসছে ছবির টিজার।