২০২০ থেকে করোনা সংক্রমণের জন্য থমকে রয়েছে রোহিত শেট্টি পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’-র মুক্তি।অবশেষে শোনা যাচ্ছে,চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পেতে পারে বহু প্রতীক্ষিত এই ছবি।এরই মধ্যে রোহিতের অন্য একটি ছবি ‘সার্কাস’ নিয়ে মিলল দারুণ আপডেট।উইলিয়াম শেক্সপিয়রের ‘কমেডি অফ এরর্স’ অবলম্বনে এই ছবি তৈরি করেছেন পরিচালক।ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণভীর সিং,বরুণ শর্মা পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে।ছবিতে যে বিশেষ ক্যামিও রোলে থাকবেন দীপিকা পাডুকোনও সেই খবর জানা গিয়েছিল অনেকদিন আগেই।
আরও পড়ুন – ‘বৈজু বাওরা’ তে নেই দীপিকা
এর আগে রোহিত শেট্টির পরিচালনায় ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন রানি পদ্মাবতী।ছবিতে মীনাম্মার চরিত্রে অভিনয় সত্যিই কোনদিন ভোলার নয়।সমালোচকরা বলেন, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মীনাম্মাই দীপিকার এতদিনের কেরিয়ারে অন্যতম সেরা চরিত্র।মীনাম্মাকেই ফের ‘সার্কাস’-এ ফিরিয়ে আনছেন পরিচালক রোহিত শেট্টি।আজ্ঞে হ্যাঁ একদম ঠিক শুনছেন।‘সার্কাস’-এ মীনাম্মার ভূমিকাতেই অভিনয় করবেন দীপিকা।একটি গানেও দেখা যাবে মীনাম্মা দীপ্পির দুর্দান্ত ডান্স।
আরও পড়ুন – সারার নতুন ছবি
একদিকে সার্কাস-এর পরিচালনায় রোহিত শেট্টি,অন্যদিকে মীনাম্মা দীপিকা। পাশাপাশি ছবির মুখ্য কলাকুশলীরা তো রয়েছেনই।সব মিলিয়ে ‘সার্কাস’ যে জমজমাট হতে চলেছে সেটা আর নতুন কথা কি।এবার পরিচালক কবে সার্কাস-এর তাবু ফেলেন সেটাই দেখার।
আরও পড়ুন – খিলজিই পয়লা পসন্দ