অভিনয়ের পাশাপাশি এবার সরাসরি ব্যবসায় নামছেন দীপিকা পাড়ুকোন। খুব শিগগিরই লাইফ স্টাইল ব্র্যান্ড নিয়ে আসছেন দীপ। দেশ থেকেই ব্যবসা শুরু করলেও দীপের ব্র্যান্ডের পণ্য কিন্তু রীতিমতো আন্তর্জাতিক মানের হবে। অনেকেই বলছেন দীপিকার লাইফ স্টাইল ব্র্যান্ডের মান অনেকটা তাঁর অভিনয় কেরিয়ারের মতোই। দীপের কেরিয়ার বলিউডে শুরু হলেও তাঁর অভিনয় কিন্তু অনেকটাই আন্তর্জাতিক মানের।
শোনা যাচ্ছে লাইফ স্টাইল ব্র্যান্ডের পণ্যের মধ্যে প্রথম ক্যাটাগরিতেই থাকছে বিউটি আর স্কিন কেয়ার পণ্য। সম্পূর্ণ বিজ্ঞানের সহায়তাতে তৈরি হবে দীপের ব্র্যান্ডের জিনিস। দেশ- বিদেশে দীপিকার অভিনয় এমনিতেই সমাদৃত। তাঁর নিজস্ব ব্র্যান্ডও যে রীতিমতো সাড়া ফেলবে তেমনটাই আশা করছেন সকলে।
আরও পড়ুন : পাশে দাঁড়ালেন দীপিকা
অভিনয় ছাড়াও বহুদিন ধরেই মানসিক স্বাস্থ নিয়ে কাজ করছেন দীপিকা পাড়ুকোন। কাজের স্বীকৃতি স্বরূপ এরই মধ্যে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন দীপিকা। মানসিক রোগীদের নিয়ে কাজ করার জন্য তাঁর নিজস্ব সংস্থা রয়েছে।
সোশ্যাল সাইটে তাঁর ফলোয়ারের সংখ্যাও অনেক। দীপিকার বিশ্বাস সারা বিশ্বে ভারত অবস্থান সব সময়ই স্বতন্ত্র। বিশ্বের বাকি অংশে এদেশের সকলের প্রবেশাধিকার থাকলেও, মূল্যবোধের দিক থেকে ভারত এমন একটা দেশ যে দেশের সংস্কৃতি, হেরিটেজ নিয়ে ভারতবাসী হিসেবে রীতিমতো গর্বিত দীপিকা। ব্র্যান্ডের ক্ষেত্রেও দীপিকার প্রচেষ্টা হল, এমন একটি ব্র্যান্ড তৈরি করা যা ভারত থেকে শুরু হলেও সারা বিশ্বে পৌঁছে যাবে ব্র্যান্ডের সুনাম। সকলের নাগালেই থাকবে দীপের ব্র্যান্ডের পণ্য।২০২২ সাল নাগাদ শুরু হবে দীপের লাইফ স্টাইল ব্র্যান্ডের যাত্রা।
আরও পড়ুন : মাতৃহারা অক্ষয়