শনিবার সকালেই হায়দরাবাদ পাড়ি দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন, উদ্দেশ্য ‘প্রোজেক্ট কে’। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিনের ছবি ‘প্রোজেক্ট কে’-তে অভিনয় করছেন দীপিকা। শ্যুটিং-এর কাজেই দক্ষিণে পাড়ি দিয়েছেন তিনি।
হায়দরাবাদে দীপিকার জন্য অপেক্ষা করছিল বিরাট চমক। দীপ আদতে দক্ষিণেরই মেয়ে। কাজেই হায়দরাবাদে ছবির শ্যুটিং করা তাঁর কাছে ঘরে ফেরারই সামিল। ঘরের মেয়েকে স্বাগত জানাতে তৈরি ছিল টিম ‘প্রোজেক্ট কে’। সোশ্যাল সাইটে সেই মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন দীপ।
Welcome Queen @deepikapadukone ?#Prabhas @SrBachchan @nagashwin7 @VyjayanthiFilms #ProjectK pic.twitter.com/BDk8xMfEVA
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) December 4, 2021
দক্ষিণী রীতি মেনে রংবেরং-এর চুড়ি, বেলিফুলের মালা, দক্ষিণী শাড়ির পাশাপাশি দীপের জন্য ছোট্টো একটা ওয়েলকাম নোটও রেখেছিল ‘প্রোজেক্ট কে’ টিম। ‘ওয়েলকাম হোম ডিপি’ লেখা সেই মিষ্টি নোটে মন ভুলেছে দীপিকার! ইমোশনাল মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।
নাগ অশ্বিনের ‘প্রোজেক্ট কে’ প্যান ইন্ডিয়া মুভি। ছবিতে লেডি বসের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তিনি ছাড়াও আছেন অমিতাভ বচ্চন, প্রভাস। ছবি যে সকলের কাছেই রোমহর্ষক হতে চলেছে তা আগেই জানিয়েছিলেন নাগ অশ্বিন। ‘প্রোজেক্ট কে’ –তে নাকি যা যা হতে চলেছে তার কোনওটাই এর আগে দর্শকরা দেখেননি! ছবি নিয়ে রীতিমতো উত্তেজিত প্রভাস, শ্যুটিং-এ অনেক বেশি সময় দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণের স্টার। হায়দরাবাদের উষ্ণ অভ্যর্থনায় দীপেরও যে মন গলেছে তাও আর বলার অপেক্ষা রাখে না!