যে কোন সামাজিক উদ্যোগেই সবসময় এগিয়ে আসেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি যে মানুষের পাশে আছেন আরও একবার তা প্রমাণ করে দিলেন ‘ছপক’-এর লক্ষ্মী।সদ্যই এক অ্যাসিড আক্রান্তের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নায়িকা। পরিচালক মেঘনা গুলজারের ‘ছপক’ ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় দীপিকার অভিনয় কোনদিনই ভোলার নয়।দর্শক-সমালোচকরা ছবিতে দীপ্পিকে দেখে মুগ্ধ হয়েছিলেন তো বটেই, বহু অ্যাসিড আক্রান্তকেও সুস্থ ভাবে বাঁচতে অনুপ্রাণিত করেছিলেন তিনি।তাদের মধ্যে অন্যতম পঁচিশ বছরের যুবতী বালা প্রজাপতি।উত্তরপ্রদেশের সফদরজঙ্গ হাসপাতালে কিডনির সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন তিনি।চলছে নিয়মিত ডায়লিসিস।অবিলম্বে তার কিডনি প্রতিস্থাপন জরুরী।চিকিৎসার জন্য প্রয়োজন কমপক্ষে ১৬লক্ষ টাকা।
আরও পড়ুন – দীপিকার জায়গায় এলেন প্রিয়াঙ্কা
চিকিৎসার টাকা জোগাড়ে এগিয়ে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।বালা প্রজাপতিকে সুস্থ করে জীবনে ফিরিয়ে আনতে সংস্থার সদস্যরা শুরু করেছেন সেভ বালা ক্যাম্পেইন।সাধারণ মানুষের কাছ থেকেই টাকা জোগাড় করছিলেন তাঁরা।বালার অসুস্থতার খবর নজর এড়ায়নি দীপিকার।যুবতীর সঙ্গে আলাপ ছিল তাঁর।নিজে থেকেই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।বালা প্রজাপতিকে সু্স্থ করে তোলার জন্য সেভ বালা ক্যাম্পেইনে ১৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি।দীপিকার এই কাজে অভিনেত্রীর ভক্তরা যে কতটা খুশি সেটা কিন্তু সোশ্যাল সাইটে নজর রাখলেই বেশ বোঝা যাচ্ছে।
আরও পড়ুন – দীপিকার প্ল্যানিং