ওয়েব ডেস্ক: ছাব্বিশের ‘হলিউড ওয়াক অফ ফেম’ ক্লাস-এর তালিকায় নাম উঠল দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। এই তালিকায় নাম তুলতে মরিয়া থাকেন হলিউডের (Hollywood) নামজাদা অভিনেত্রী এমিলি ব্লান্ট, ডেমি মুররা। দীপিকার জন্য নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।
‘মোশন পিকচার্স’ (Motion Pictures) বিভাগে দীপিকার জায়গা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে মারিয়ঁ কোটিলার্ড, র্যাচেল ম্যাক অ্যাডামস, তিমোথে চালামেট, গর্ডন র্যামসে, ফ্রাঙ্কো নিরোর মতো আন্তর্জাতিক তারকারা।
আরও পড়ুন: কার্তিক-শ্রীলীলার প্রেমের গুঞ্জন কতটা সত্যি!
২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ ভিন ডিজেলের বিপরীতে হলিউডে পা রাখেন দীপিকা। তারপর থেকেই দীপিকার পরিচিতি ‘গ্লোবাল আইকন’ হিসেবে। ফেম’ ক্লাস-এর তালিকায় দীপিকার নাম নিঃসন্দেহে গর্বের। দীপিকাকে নিয়ে আশাবাদী দর্শকরা।
উল্লেখ্য, ২০১৮ সালের টাইম ম্যাগাজিনের ‘Most Influential People’ তালিকায় জায়গা করে নিয়েছিলেন। দিনকয়েক আগে ৮ ঘণ্টা কাজের দাবিতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। পরবর্তীতে, অ্যাটলির ৬০০ কোটির মেগাফিল্মে সই করে সেই আলোচনা বন্ধ করে দেন তিনি।
দেখুন আরও খবর: