কলকাতা: মেঘেদের আনাগোনার দিন আর বেশি দূরে নয়! গ্রীষ্মের দাবদাহের পর আসবে আকাশ ভাঙ্গা বৃষ্টি। ভিজবে গাছ, মাটি, শরীর, মন। ঠৌটের কোণে এক টুকরো মিঁয়ামল্লার। বাংলা নতুন বছরের নতুন গানে দেবজ্যোতি মিশ্র(Debajyoti Mishra) এবং প্রবাসী বাঙালি শিল্পী মধুছন্দা গাঙ্গুলি(Madhuchanda Ganguly) নিয়ে এলেন একটা মিষ্টি মেঘ-বৃষ্টির গান(Rainy Song)।মধুছন্দার কন্ঠে একটা বর্ষার গান খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।’মেঘে মেঘে মন বর্ষা’ গানটা লিখেছেন ও সুর করেছেন দেবজ্যোতি মিশ্র। গানের পরতে, পরতে ভিজে যাওয়ার অনুভূতি। গানের গায়কি, কথা, সুর মনের আনাচে কানাচে বর্ষার অনুভূতি এনে দেয়।আগাম বর্ষায় ভিজতে হলে এই গান সাথে তার মিউজিক ভিডিও দেখতে চোখ রাখতে হবে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ।
আরও পড়ুন:দাদাসাহেব ফালকের বায়োপিকে ‘মিস্টার পারফেকশনিস্ট’
দেবজ্যোতি জানালেন, ” মধুছন্দা একজন দারুণ সম্ভাবনাময় শিল্পী।ওঁর নিজের একটা আলাদা গায়কি আছে। রাগাশ্রয়ী বাংলা গান থেকে ভারতীয় পপ ধারার গান — দুই দিকেই ও খুব স্বচ্ছন্দে গাইতে পারে।’মেঘে মেঘে মন বর্ষা’ গানে ও খুব সুন্দরভাবে মেঘ, আলো আর স্বপ্নের আবেগ ধরতে পেরেছে। শিল্পী মধুছন্দা বললেন,’অত্যন্ত অনুভূতিপ্রবণ একজন গুণী মানুষকে আমি খুঁজে পাই। এই গানটা যখন উঁনি আমকে পাঠান, আমার প্রথম বার শুনেই ভীষণ ভাল লেগে গিয়েছিল। সুন্দর গানের কথা সেরকমই সুন্দর তার সুর। প্রথম মিউজিক ভিডিও তাই অনেক কিছুই আমার অজানা ছিল, উঁনি সেগুলো আমকে হাতে কলমে শিখিয়েছেন’।