এই শহরের সঙ্গে তাঁর ছিল আত্মার সম্পর্ক। যদিও ১৯২০ সালে তাঁর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের বারানসি শহরে। ২০১২ সালের এই দিনে তাঁর মৃত্যু হয়েছিল সুদূর আমেরিকায়। জীবনের শেষ দিকটা তিনি কাটিয়েছিলেন সে দেশেই। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন কিংবদন্তি সেতারবাদক রবিশঙ্কর।তাঁর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায়।রবিশঙ্ককরের আসল নাম ছিল রবীন্দ্র শঙ্কর চৌধুরী। সারা পৃথিবীর সঙ্গীতপ্রেমী মানুষের মতন এই শহরও তাঁকে বারবার আলিঙ্গন করেছে। বিভোর হয়ে শুনেছে তাঁর বাজনা। ১৯৩৯ সালে ভারতের আহ্মেদাবাদ রবিশংকর প্রথম সাধারণের জন্য সেতার পরিবেশন করেছিলেন। তখন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন মেধাবী দূত হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন।তিনিই প্রথম ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য এবং ভারতীয় সংগীতকে ৬ এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে ব্যাপকভাবে তুলে ধরেছিলেন।