অভিনেত্রী দর্শনা বনিক ইদানিং কাজ নিয়ে খুবই ব্যস্ত। বাংলা, হিন্দির সঙ্গে চুটিয়ে দক্ষিণের ছবিতে অভিনয় করছেন। সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘অল্প হলেও সত্যি’তে তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে। এর মাঝেই তিনি একটি হট ফটো শ্যুট সেরে ফেলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যেই ভাইরাল।
লাস্যময়ী নায়িকার এই হট ফটো শ্যুটের একটি ভিডিওতে নায়িকা তাঁর শরীরী বিভঙ্গে নিজেকে আবেদনময়ী করে তুলেছেন।তবে শুধু সৌন্দর্য্য নয় অভিনয় তো নজর কাড়ছেন দর্শকদের।
বাংলা একটি প্রজেক্ট শেষ করে তিনি প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী হিন্দি ছবির জন্য। পরিচালক কমল চন্দ্রার ‘বুন্দি রায়তা’ ছবিতে দেখা যাবে দর্শনাকে।এছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে হিমানিশ কোহলি, সোনালী সায়গল, রবি কিষণ, রাজেশ শর্মা , শিল্প সিনহা,অলকা আমিন প্রমুখ।প্রসঙ্গত কিছুদিন আগেই নাগার্জুনার সঙ্গে একটি দক্ষিণী ছবিতে কাজ করে এসেছেন তিনি।