মাত্র কয়েক সপ্তাহ হয়েছে শুরু হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’। তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ম্যাজিক দেখল এই শো। ২৩ ফেব্রুয়ারির টিআরপি তালিকা অনুযায়ী জি বাংলার রিয়েলিটি শো ড্যান্স বাংলা ড্যান্স রীতিমত নজরকাড়া পারফর্ম করেছে।
এমনিতেই কয়েকদিন হল রিয়্যালিটি শোগুলোর তারই দিনদিন কমছিল। কিন্তু সম্প্রতি শুরু হওয়া এই শো ম্যাজিক দেখাল ইতিমধ্যে। মিঠুন চক্রবর্তী এবার আবার মহাগুরু হয়ে ফিরে এসেছেন এই শোয়ের মঞ্চে। টিআরপিতে এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ। যিনি এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ লেখেন, “ড্যান্স বাংলা ড্যান্স স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিয়েছে। ৭.৬ টিআরপি। দারুণ খুশি, গোটা টিমের জন্য আমি গর্বিত। রইল অনেক ভালোবাসা।” প্রসঙ্গত, কিছুদিন আগেই এই শো নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। অরিত্র দত্ত বণিক, যিনি কিনা একসময় এই শোয়ের সঞ্চালনা করেছিলেন তিনি সেই শোয়ের সমালোচনা করেন। তবে যতই সমালোচনা হোক, এই শো যে আবার মানুষের মন জয় করে নিয়েছে, আবার লাইমলাইটে উঠে এসেছে সেটা টিআরপি তালিকা প্রমাণ করে দিয়েছে।