মুম্বই ; এবার ওয়েব সিরিজে ক্রাইম জার্নালিজমের(Crime Journalism) গল্প।ওটিটিতে আসছে নতুন থ্রিলার সিরিজ ক্রাইম বিট(Crime Beat)। সিরিজে একজন ক্রাইম জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেছেন শাকিব সালেম(Shaqeeb Salem)।পাশাপাশি দেখা যাবে সাবা আজাদ,দানিশ হুসেন,রাহুল ভাট(Saba Azad,Danish Hosain,Rahul Bhatt) ছাড়াও আরও অনেককে।সদ্যই প্রকাশ্যে এসেছে ক্রাইম বিট-এর ফার্স্ট টিজার।শীঘ্রই শুরু হবে সিরিজের ওটিটি স্ট্রিমিং।এক অকুতোভয় সাংবাদিকের গল্প ক্রাইম বিট।যার কাছে ক্রাইম বিটটা শুধু পেশা নয়,প্রায় নেশার মতো।প্রকৃত সত্যের সন্ধানে যে নিয়ম ভাঙতে ভালবাসে।চায় নতুন নিয়ম গড়তে।এমনই একজন জার্নালিস্টের ভূমিকায় সিরিজে রয়েছেন অভিনেতা শাকিব সালেম।গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাবা আজাদ,দানিশ হুসেন,রাহুল ভাট,আদিনাথ কোঠারে ছাড়াও আরও একঝাঁক তারকা।কিছুদিনের মধ্যেই শুরু হবে ক্রাইম বিট-এর স্ট্রিমিং।
সদ্যই ওটিটিতে এসেছে পরিচালক হনসল মেহতার ওয়েব সিরিজ স্কুপ।এই নতুন ক্রাইম থ্রিলার সিরিজের অনেকখানি জুড়ে রয়েছে ক্রাইম জার্নালিজম।তদন্তকারী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।ক্রাইম জার্নালিস্টের চরিত্রে রয়েছেন করিশ্মা তান্না।দেখা গিয়েছে হরমন বাওয়েজা,মহম্মদ জিসান আয়ুবের মতো বলিষ্ঠ অভিনেতাকে।ওটিটিতে স্কুপ-এর স্ট্রিমিং শুরু হওয়ার পরই নানা মহলে উঠেছে বিতর্কের ঝড়।কারণ,সিরিজে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন পরিচালক হনসল মেহতা,যা নিয়ে আপত্তি উঠছে নানা মহলে।হনসলের নতুন ওয়েব সিরিজ নিয়ে চর্চা রয়েছে নেটদুনিয়াতেও।ওয়েব সিরিজ ক্রাইম বিট-এও কিন্তু থাকবে একাধিক বিতর্কিত বিষয়।কারণ,টিজারে দেখা গিয়েচে কমনওয়েলথ স্ক্যামের তদন্তে নেমেছেন ক্রাইম জার্নালিস্ট।কমনওয়েলথ স্ক্যাম মানেই যে কান টান বেশ কিছু বড় মাথা এগিয়ে আসে তা সকলেই জানেন।তাই ক্রাইম বিট নিয়েও বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে স্কুপ-এর মতো চাঞ্চল্যকর ওয়েব সিরিজ অন্যদিকে আসছে,ক্রাইম বিট।সবমিলিয়ে ওটিটি দুনিয়ায় ক্রাইম জার্নালিজমের যে দারুণ বাজার তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।