ছোটপর্দায় এবার উঠে আসবে মহিলা ক্রিকেটারের গল্প। এর আগে মহিলা ফুটবলারের গল্প ছোটপর্দায় এসেছিল। নাম ছিল ‘জয়ী’। ‘জয়ী’ দর্শক মনকে জয় করতে সফল হয়েছিল। এবার সেই একই প্রযোজক বাংলা টেলিভিশনের পর্দা নিয়ে আসতে চলেছে মহিলা ক্রিকেটারের গল্প। গতকাল বুধবার ‘উমা’র প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। উমার চরিত্রে দেখা যাবে শিঞ্জিনী চক্রবর্তীকে।
শিঞ্জিনী আসলে একজন পেশাদার মডেল। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই তার অভিনয় হাতে খড়ি হবে। পর্দায় উমার জীবন চ্যালেঞ্জে ভর্তি। লোকাল ট্রেনে গয়না বড়ি বিক্রি করে সে, কিন্তু দুচোখ ভর্তি স্বপ্ন তার। তার চোখে স্বপ্ন ভারতের জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজে দাপিয়ে বেড়াবে সে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কি কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে উমাকে যেতে হবে সেই লড়াইয়ের কাহিনী আসতে চলেছে জি বাংলার এই নতুন ধারাবাহিকে। মহিলা ক্রিকেটারের অন্য ভূমিকায় থাকবেন শ্রীতমা মিত্র। ‘উমা’র এক ঝলক দেখে মনে হচ্ছে শ্রীতমাকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে এখানে। উমার হিরো হিসেবে থাকবে নীল ভট্টাচার্য। ঠিক কবে থেকে এই সিরিয়াল টেলিভিশনে দেখা যাবে তা স্পষ্ট না হলেও দর্শক মনে কিন্তু বাড়তি এক্সাইটমেন্ট তৈরি হয়েছে।