মুম্বইয়ের প্রথম ছবিতে ছিলেন বক্সার৷ দ্বিতীয় ছবিতে ক্রিকেটার৷ টলিউড অভিনেত্রী মুমতাজ কি শুধুই খিলাড়ি?
দ্বিতীয় ছবির নাম ঠিক না-হলেও এই ছবিতে মুমতাজকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়। বলিউডে প্রথম ছবি ‘সালা খারুস’-এ তাঁকে দেখা গিয়েছিল একজন বক্সারের ভূমিকায়। ক্রিকেটারের চরিত্র কেমন লাগছে? মুমতাজ বলেন, ‘এই চরিত্রটির জন্য নিজেকে তৈরি করছি, জীবনে ক্রিকেট খেলিনি। সবটাই শিখতে হচ্ছে। মুম্বইয়ে বিভিন্নভাবে ক্রিকেটের প্রশিক্ষণ নিয়েছি, যা আমার পক্ষে অতটা সহজ ছিল না। বাস্তব চরিত্রগুলোর রেফারেন্স নিয়ে আমি পর্দায় যে ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব তা পরিচালকের পছন্দ হওয়া দরকার। আমি এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি’। মুমতাজ আরও বলেন, ‘মুম্বইয়ে আমাদের শুটিং শুরু হয়েছিল। কিন্তু লকডাউনের জন্য তা বন্ধ হয়ে যায়। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে আবার শুটিং শুরু হওয়ার কথা। নারীকেন্দ্রিক ক্রিকেটারকে নিয়ে এই ছবির চিত্রনাট্য।’
বক্সারের পর ক্রিকেটার হিসেবে মুমতাজের রান রেট কেমন? এখন সেটাই দেখার৷