করোনায় আক্রান্ত নোবেল চোর ছবির পরিচালক সুমন ঘোষ।সদ্যই পরিবারে আমেরিকা থেকে ফিরেছেন তিনি।করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন সুমন ঘোষ।আমেরিকা গিয়ে নিয়েছিলেন কোভিডের বুস্টার ডোজও।এরপরও কি করে অতিমারিতে আক্রান্ত হলেন তিনি ভেবেই পাচ্ছেন না পরিচালক।তবে করোনার নাকি কোন উপসর্গই নাকি নেই সুমনের।গোটা বিষয়টাই ফেসবুক পোস্টে সকলকে জানিয়েছেন পরিচালক।ডবল ডোজ নেওয়া স্বত্বেও করোনার কবলে পড়েছেন পরিচালকের দুই মেয়েও।তবে তাঁদের উপসর্গ রয়েছে অতি সামান্যই।