ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিবছর ‘সিনেমার সমাবর্তন ‘ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাংলা ছবিতে বিশেষ অবদানের জন্য সাংবাদিকদের বিচারে শ্রেষ্ঠকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। অতিমারির কারণে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তবে সব ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর মহালয়ার দিন সিনেমার সমাবর্তন অনুষ্ঠিত হবার কথা ঘোষিত হল।এই অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারে ভূষিত করা হবে ভিক্টর বন্দোপাধ্যায়কে। আরও জানানো হয় আগামী বছর থেকে ঋতুপর্ণ ঘোষ মেমোরিয়াল লেকচার আয়োজন করা হবে।
আরও পড়ুন:জন্মদিনে ঋতুরাজ
৩১ অগষ্ট ছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। বাংলা ছবিকে নতুন ভাবধারার সঙ্গে পরিচয় করিয়াছিলেন তিনি । তাঁর জন্মদিন উদযাপনের মাধ্যমেই
ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাঁদের সিনেমার সমাবর্তন অনুষ্ঠানের ঘোষনা করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের কলাকুশলীরা। ছিলেন বাংলা ছবির ফার্স্ট পার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঋতুপর্ণ ঘোষের জন্মদিন উপলক্ষে কেকও কারন তিনি। তিনি জানালেন তাঁর জীবনে ঋতুপর্ণ ঘোষের অবদান অনেক। বাংলা সিনেমা যতদিন থাকবে ঋতুপর্ণ ঘোষ ততদিন থাকবেন।