মুম্বই : ২৫ অগস্ট সিনেমাহলে মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার(Ayushman Khurrana) নতুন ছবি ড্রিম গার্ল ২(Dream Girl 2)। আয়ুষ্মানের নায়িকার চরিত্রে ছবিতে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে(Ananya Pandey)।মেয়ের নতুন ছবির প্রমোশনে এবার এগিয়ে এলেন চাঙ্কি পাণ্ডে(Chunky Pandey)।সদ্যই ইনস্টা হ্যান্ডেলে ড্রিম গার্ল ২-র মজাদার টিজার শেয়ার করেছেন আয়ুষ্মান-অনন্যারা।যে ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রিম গার্ল পূজার সঙ্গে ফোনে ফ্লার্ট করছেন স্বয়ং চাঙ্কি।পাশাপাশি টিজারে জানানো হয়েছে, মঙ্গলবারই মুক্তি পেতে চলেছে রাজ শান্ডিল্য(Raj Shandilya) পরিচালিত কমেডি ফিল্ম ড্রিম গার্ল ২ ছবির ট্রেলার।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।ছবিতে আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে ছাড়াও অভিনয় করবেন অন্নু কাপুর(Annu Kapoor) ও পরেশ রাওয়াল(Paresh Rawal)। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদব(Rajpal Yadav),আসরানি(Asrani), বিজয় রাজ(Vijay Raaz) ছাড়াও আরও অনেককে।২০১৯ সালে মুক্তি পেয়েছিল পরিচালক রাজ শান্ডিল্যর দমফাটা কমেডি ফিল্ম ড্রিম গার্ল(Dream Girl)।চার বছর পর পর্দায় আসতে চলেছে সেই ছবিরই সিক্যুয়েল ড্রিম গার্ল ২।প্রথম ডির্মগার্লে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছিলেন নুসরত ভারুচা।সিক্যুয়েলে অবশ্য বদলেছে ছবির নায়িকা।নুসরতের বদলে ড্রিম গার্ল ২ তে নায়িকার হিসেবে জায়গা করে নিয়েছেন অনন্যা পাণ্ডে।
ড্রিম গার্ল যা দেখেছেন তাঁরা ছবির নায়ক করম ও টেলিকলার পূজার মধ্যে কি যোগাযোগ রয়েছে সেকথা জেনে গিয়েছেন।এই ছবিতেও পূজা অবতারে ধরা দেবেন নায়ক করম ওরফে আয়ুষ্মান খুরানা।এবং তাঁর আজও ততটাই খ্যাতি।পূজার গলার জাদু থেকে রেহাই পাননা নায়িকা অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেও। সুযোগ পেয়ে তিনিও ফোনে ফ্লার্ট করছেন পূজার সঙ্গে,বাবাকে নিয়ে নতুন ছবির এমনই মজাদার টিজার নিজের ইনস্টায় শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে।পুরোটাই যে ড্রিম গার্ল ২-র প্রচারের চমক সেকথা আর বলার অপেক্ষা রাখে না। নায়িকা ছাড়াও ছবির কাস্টিংয়ে বেশ কিছু তারকা যোগ দিয়েছেন।অন্নু কাপুর,মনজ্যোৎ সিং,অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পাশাপাশি ড্রিম গার্ল ২ তে দেখা যাবে পরেশ রাওয়াল,রাজপাল যাদব,আসরানি,মনোজ জোশিদের।একদিকে একঝাঁক তারকার জমজমাট কমেডি, অন্যদিকে আয়ুষ্মান-অনন্যার রোম্যান্স।সবমিলিয়ে ড্রিম গার্ল ২ যে বক্সঅফিসে বড় সাফল্য পাবে তা বলার অপেক্ষা রাখে না।